BibleProject | আগমনী চিন্তা Sample
পৌলের চিঠিতেতিনি আল্লাহ্র ভালোবাসা নিয়ে তাঁর ভাবনাগুলো তুলে ধরেছেন । চিঠিগুলোতে তিনি শিক্ষা দেন কীভাবে আল্লাহ্র ভালোবাসা ইহুদীদের ছাপিয়ে গিয়ে অইহুদীদেরও অন্তর্ভূক্ত করেছে। তিত্নি আরও দেখিয়েছেন যে কীভাবে কোনকিছুই আল্লাহ্র ভালোবাসা থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারে না। পৌলের একটি পত্রে তিনি উপলব্ধি করে বলেছেন যে ঈসার ভালোবাসা এত মহান যে সেটা বোঝার জন্য ও সেটার উপর নির্ভর করার জন্য মানুষের অতিপ্রাকৃতিক বা রুহানি কোনো কিছুর সাহায্যের প্রয়োজন। এরপরেই পৌল তার পাঠকদের জন্য মোনাজাত করেন, যেন তার পাঠকেরা আল্লাহ্র রুহ্ দ্বারা শক্তিশালী হয়ে উঠে।
পড়ুন:
ইফিষীয় ৩:১৪-২১, রোমীয় ৮:৩৮-৩৯
চিন্তা করুন:
মনযোগ সহকারে আজকের দিনের আয়াতগুলো পড়ুন। আয়াতগুলোতে পৌল যেসব শব্দ ও তুলনা ব্যবহার করেছেনসেই দিকে বিশেষ মনযোগ দিন। পড়ার সময় আপনি কী কী বিষয় লক্ষ্য করেছেন?
আপনার কখনও এমন মনে হয়েছে যে আপনি (বা অন্য কেউ) এত বেশি গুনাহ্ করেছেন যে আল্লাহ্র ভালোবাসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছেন? আমাদের গুনাহ্ অনেক বড় ও অনেক গভীর হতে পারে কিন্তু ঈসার ভালোবাসা এর চেয়েও বড় ও গভীর। অন্যভাবে বললে, আমরা যতটা মনে করতে পারি তার চেয়ে অনেক বেশি গুনাহ্ যখন জমা হয়, সেখানে আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি গুনাহ্ ঈসা মাফ করতে পারেন। আমরা আল্লাহ্র ভালোবাসা অর্জন করতে পারি না, আমরা কেবল তা গ্রহণ করার জন্য নিজেদের নম্র করতে পারি। আজকে এই সুসংবাদের কথা আর কাকে মনে করিয়ে দেওয়া দরকার?
আপনার চিন্তাকে আপনার অন্তর থেকে আল্লাহ্র উদ্দেশ্যে করা মোনাজাতে পরিণত করুন। আপনার জন্য ও অন্যদের জন্য ঈসার যে ভালোবাসা আছে তা যেন আপনি বুঝতে পারেন ও তার উপর নির্ভর করতে পারেন, তার জন্য আল্লাহ্র কাছ থেকে শক্তি চেয়ে নিন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More