BibleProject | আগমনী চিন্তা Sample
ঈসা বলেন যে প্রকৃত ভালোবাসার চূড়ান্ত মানদণ্ড নির্ভর করে, আপনি যাকে সহ্য করতে পারেন না তার সাথে আপনি কেমন ব্যবহার করেন তার উপর, বা ঈসার কথায় “আপনার শত্রুকে ভালোবাসা উচিত এবং প্রতিদানে কোনো কিছু প্রত্যাশা না করেই তার ভালো করা উচিত।” ঈসার কাছে এই ধরণের ভালোবাসাই আল্লাহ্র চরিত্রের হুবহু প্রকাশ।
পড়ুন:
লূক ৬:২৭-৩৬
চিন্তা করুন:
এই অংশে আপনি কী কী লক্ষ্য করেছেন? অংশটি পড়ার সময় আপনার মনে কী কী প্রশ্ন, চিন্তা-ভাবনা ও অনুভূতি জেগেছে?
এমন একটি অভিজ্ঞতার কথা মনে করুন বা সেই ঘটনার কথা বলুন, যখন আপনি বা আপনার পরিচিত কেউ প্রতিদানে কোনো কিছু প্রত্যাশা না করেই শত্রুর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন।
এরকমভাবে যারা ভালোবাসে তাদের জন্য ঈসা কী ওয়াদা করেছেন (৩৫ আয়াত দেখুন)?
আল্লাহ্ নিজে অকৃতজ্ঞ ও মন্দ লোকদের প্রতি কীভাবে রহমত দেখান তা লক্ষ্য করুন। এই বিষয়টি আল্লাহ্র চরিত্র সম্পর্কে আমাদের কী বলে? যারা অকৃতজ্ঞ ও মন্দ তাদের সাথে যদি আল্লাহ্ খারাপ আচরণ করতেন তাহলে দুনিয়াটা কেমন হত তা একবার কল্পনা করুন। কেউ কি বেঁচে থাকতে পারত?
৩৬ আয়াতে আল্লাহ্কে কীভাবে বর্ণনা করা হয়েছে তা লক্ষ্য করুন। ভালোবাসা ও রহমতের মধ্যে কী সম্পর্ক আছে?
আজকে ঈসার কথাগুলো নির্দিষ্টভাবে আপনাকে কীভাবে চ্যালেঞ্জ বা উৎসাহিত করছে? এমন কোন্ একটি উপায় আছে, যার মাধ্যমে আপনি আজকে সক্রিয়ভাবেএই চ্যালেঞ্জ বা উৎসাহের প্রতি সাড়া দিতে পারেন?
আপনার পাঠ ও চিন্তাকে মোনাজাতে পরিণত করুন। আল্লাহ্র দয়ালু ভালোবাসার জন্য তাঁর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই ভালোবাসা থেকে আপনি কীভাবে অন্যদেরকে বঞ্চিত করে রেখেছেন সেই বিষয়ে সৎ ও স্বচ্ছ থাকুন। যারা আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাদের জন্য মোনাজাত করুন এবং আল্লাহ্র অবিরত সাহায্য চান যেন আপনি তাঁর মত করে অন্যদের ভালোবাসতে পারেন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More