BibleProject | আগমনী চিন্তা Sample
কিতাবুল মোকাদ্দসের আল্লাহ্ শুধুমাত্র ভালোবাসা প্রকাশ করেন না, তিনি নিজেই ভালোবাসা। পিতা, পুত্র ও পাক-রুহ, এই ত্রিত্বের মধ্য দিয়ে তিনি সবসময় পরকেন্দ্রিক, আত্মত্যাগী ও সাম্প্রদায়িক একটি সত্তা হয়ে থেকেছেন এবং চিরকাল থাকবেন। ভালোবাসা কেবল তাঁর একটি বৈশিষ্ট্য নয়। ভালোবাসাই হল তাঁর স্বভাব ও চরিত্র। পুত্র রূপে ঈসা, আল্লাহ্র ভালোবাসাকে সম্পূর্ণরূপে মূর্তিমান করেছেন আর এই বিষয়টি তিনি সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন যখন তিনি মানবজাতির জন্য তাঁর জীবন দিয়েছিলেন। মানুষ যখন তাদের প্রতি ঈসার ভালোবাসার উপর যখন নির্ভর করতে শেখে, তখন তারা আল্লাহ্র ভালোবাসার সম্প্রদায়ে যোগ দেয় আর তাদের নিজেদের স্বভাব রূপান্তরিত হয়, যাতে তারাও তাঁর সাথে মিলে অন্যদের ভালোবাসতে পারে।
পড়ুন:
১ ইউহোন্না ৪:৮, ১ ইউহোন্না ৪:১৬, ১ ইউহোন্না ৩:১৬, ইউহোন্না ১৫:৯-১৩
চিন্তা করুন:
১ ইউহোন্না ৪:১৬ আয়াতটি পর্যালোচনা করুন। আপনি কি এই বিষয়টির উপর পুরোপুরি নির্ভর করতে শিখেছেন যে আল্লাহ্ সত্যি আপনাকে ভালোবাসেন?
যদি তাই হয়, তাহলে আল্লাহ্র ভালোবাসা গ্রহণের অভিজ্ঞতার কথা বর্ণনা করুন। যখন থেকে আপনি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছেন যে আল্লাহ্ আপনাকে ভালোবাসেন, তখন থেকে আপনার জীবনে কী কী পরিবর্তন এসেছে? আজকে আল্লাহ্র ভালোবাসা আপনি অন্য কারোর সাথে কীভাবে ভাগ করে নিতে পারেন?
যদি তা না হয়, তাহলে আপনার প্রতি আল্লাহ্র ভালোবাসাকে গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে কীভাবে সংগ্রাম করতে হয়েছে তা বর্ণনা করুন। যদি আপনি আপনার প্রতি আল্লাহ্র ভালোবাসার উপর পুরোপুরি নির্ভর করেন, তাহলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন?
ইউহোন্না ১৫:৯ আয়াত পর্যালোচনা করুন। আল্লাহ্ ঈসাকে কতটা ভালোবাসেন বলে আপনি মনে করেন? ঈসা আপনাকে ঠিক ততটাই ভালোবাসেন, এই বিষয়টি নিয়ে চিন্তা করুন। চিন্তা করার সময় আপনার মনে কী কী প্রশ্ন, ভাবনা বা অনুভূতি জেগে উঠছে?
ঈসা তাঁর ভালোবাসাকে তুলনা দিয়ে বলেছিলেন যে সেটা এমন একটি জায়গা যেখানে থাকা যায় বা বাস করা যায়। সত্যিকার অর্থে কোথাও বাস করতে হলে আপনাকে আগে জায়গাটিতে যেতে হবে, আপনার জিনিসপত্র বের করে গুছিয়ে নিতে হবে, জায়গাটা ভালো করে চিনতে হবে এবং সেখানে কীভাবে স্বাচ্ছন্দ্যে কাজকর্ম করতে হয় তা শিখতে হবে। কোথাও বাস করতে হলে আর কী কী করতে হয়? এই বিষয়টির সাথে আপনার প্রতি ঈসার ভালোবাসার উপর নির্ভর করাকে কীভাবে তুলনা দেওয়া যায়?
আপনার পাঠ ও চিন্তাকে মোনাজাতে পরিণত করুন। আল্লাহ্র ভালোবাসা কীভাবে আপনাকে অবাক করে দেয় তা নিয়ে তাঁর সাথে কথা বলুন। তাঁর এই ভালোবাসাকে গ্রহণ করতে যে আপনার কষ্ট হচ্ছে সেই বিষয়ে নিয়ে তাঁর সাথে সততা ও স্বচ্ছতার সাথে কথা বলুন। আজকে আপনার প্রতি তাঁর ভালোবাসার উপর নির্ভর করার জন্য আপনার কী প্রয়োজন তা জিজ্ঞাসা করুন।
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More