BibleProject | আগমনী চিন্তা Sample
যখন ঈসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইবরানীকিতাবুল মোকাদ্দস, অর্থাৎ পুরাতন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম কোনটি, উত্তরে তিনি, শেমা নামে পরিচিত একটি প্রাচীন মোনাজাত থেকে উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, “তোমাদের সমস্ত অন্তকরণ দিয়ে তোমাদের মাবুদ আল্লাহ্কে ভালোবাস।” কিন্তু তাঁর উত্তর এখানেই শেষ হয়নি। ঈসা সাথে সাথে এর সঙ্গে ইবরানীকিতাবুল মোকাদ্দসের আরো একটি হুকুম যোগ করলেন যেটা সমান গুরুত্বপূর্ণ, তা হল “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালোবাস”। তাহলে কোন হুকুমটি অধিক গুরুত্বপূর্ণ। ঈসার জন্য দুইটি হুকুমই সমান গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় হুকুম না মেনে আপনি প্রথম হুকুমটিও মানতে পারবেন না। দুইটি হুকুম একে অপরের থেকে অবিচ্ছেদ্য। আল্লাহ্র প্রতি একজন ব্যক্তির ভালোবাসা, অন্যের প্রতি তার ভালোবাসার মধ্য দিয়েই প্রকাশ পায়।
পড়ুন:
মার্ক ১২:২৯-৩১, দ্বিতীয় বিবরণ ৬:৫, লেবীয় কিতাব ১৯:১৮
চিন্তা করুন:
ইবরানী কিতাবুল মোকাদ্দস থেকে উদ্ধৃতি দেয়ার পর ঈসা কী বলেন তা লক্ষ্য করুন। তাঁর এই কথার উপর চিন্তা করার সময় আপনার মনে কী কী প্রশ্ন, চিন্তা-ভাবনা বা অনুভূতি জেগে উঠে?
দ্বিতীয় বিবরণ ও লেবীয় কিতাবের আয়াতগুলো পর্যালোচনা করুন। আয়াতগুলো পড়ার সময় আপনি কী কী লক্ষ্য করেছেন? আজকে এই আয়াতগুলো আপনাকে কীভাবে প্রভাবিত করছে?
আপনার চিন্তাকে আল্লাহ্র উদ্দেশ্যে করা আপনার অন্তরের মোনাজাতে পরিণত করুন।
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More