BibleProject | আগমনী চিন্তা Sample
কিতাবভিত্তিক আনন্দ হল, ঈসার জীবন ও ভালোবাসার শক্তির উপর প্রগাঢ় ঈমান স্থাপন ও আশা রাখার সিদ্ধান্ত।
যখন আপনি ঈমান আনেন যে ঈসার ভালোবাসা স্বয়ং মৃত্যুকে পরাজিত করেছে, তখন অদ্ভুতভাবে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতেও, আনন্দ একটি যৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়। এর মানে এই নয় যে আপনার দুঃখ-কষ্ট চেপে রাখা বা এড়িয়ে যাওয়া উচিত। এটা স্বাস্থ্যকর বা প্রয়োজনীয় নয়। পৌল প্রায় সময় তার কাছের কারোর কথা বা তার যে স্বাধীনতা ছিল সেটার কথা মনে করে কষ্ট প্রকাশ করতেন। এই অনুভূতিকে প্রকাশ করার জন্য তিনি বলতেন, আমি কষ্টে আছি কিন্তু তারপরেও আমি অনেক আনন্দে আছি। তার কষ্টকে স্বীকৃতি দেওয়ার সময় ঈসার উপর নির্ভর করার সিদ্ধান্তও নিয়েছিলেন, যে তার এই কষ্টই শেষ কথা নয়।
পড়ুন:
২ করিন্থীয় ৬:১০
চিন্তা করুন:
আপনি কি আপনার জীবনের এমন একটি সময়ের কথা স্মরণ করতে পারেন যখন আপনি অনেক দুঃখের মধ্যেও পুরোপুরিভাবে আনন্দ করতে পেরেছিলেন? যদি এমন কোন সময়ের কথা স্মরণ করতে পারেন, তাহলে সেই অভিজ্ঞতার কথা আপনি কীভাবে বর্ণনা করবেন?
আল্লাহ্র কাছে মোনাজাত করার জন্য সময় নিন। তাঁর দেওয়া আনন্দের জন্য তাঁকে শুকরিয়া দিন, যে আনন্দ প্রচণ্ড কষ্টের চেয়েও দীর্ঘ সময় ধরে টিকে থাকে। আল্লাহ্কে বলুন যেন তিনি আপনাকে শত কষ্টের মধ্যেও আনন্দ করতে শেখান। আপনি কোন বিষয়টি নিয়ে সংগ্রাম করছেন সে বিষয়ে তার কাছে সৎ ও স্বচ্ছ থাকুন এবং আপনার কী প্রয়োজন তা তার কাছ থেকে জানতে চান।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More