BibleProject | আগমনী চিন্তা Sample
ঈসা তাঁর অনুসারীদের শিক্ষা দেন যে “যখন লোকেরা আমাকে অনুসরণ করার জন্য তোমাদের প্রত্যাখ্যান করে বা অত্যাচার করে, তখন আনন্দ কর ও খুশি হয়, কারণ বেহেশতে তোমাদের জন্য যে পুরষ্কার রাখা আছে তা অনেক বড়।” ঈসার শিক্ষায় আমরা দেখি যে সত্যিকারের আনন্দ কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে কারণ এটা ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। এটা আল্লাহ্র উপর এবং আল্লাহ্র লোকদের জন্য তিনি যে অনন্ত ভবিষ্যতের ওয়াদা করেছিলেন, তার উপর নির্ভরশীল।
পড়ুন:
মথি ৫:১১-১২, প্রেরিত ১৩:৫০-৫২, ইবরানী ১২:১-৩
চিন্তা করুন:
কিতাবুল মোকাদ্দসের এই অংশ অনুযায়ী কষ্টকর ও হুমকিস্বরূপ পরিস্থিতিতেও কীভাবে আমাদের আনন্দকে ধরে রাখা যায়?
ইবরানী ১২:১-৩ পর্যালোচনা করার জন্য কিছু সময় ব্যয় করুন। ঈসা এত বেশি যন্ত্রণা সহ্য করতে পেরেছিলেন কারণ তিনি তাঁর যন্ত্রণার ওপারে যে মহা আনন্দ রয়েছে তা দেখতে পাচ্ছিলেন। এই অংশে ঈসার অনুসারীদের আহ্বান করা হয়েছে যেন তারা ঈসার উপর তাদের দৃষ্টি স্থির রেখে কষ্ট সহ্য করে। এর মধ্য দিয়ে তিনিই তাদের সামনে রাখা সেই আনন্দের কারণ হয়ে উঠেন। আপনার কী মনে হয়, বাস্তবে “তোমাদের চোখ ঈসার উপর স্থির রাখার” অর্থ কী?
আপনার চিন্তাকে আপনার হৃদয় থেকে আল্লাহ্র উদ্দেশ্যে করা মোনাজাতে পরিণত করুন।
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More