YouVersion Logo
Search Icon

BibleProject | আগমনী চিন্তা Sample

BibleProject | আগমনী চিন্তা

DAY 13 OF 28

প্রেরিত পৌল বলেন যে ঈসা নিজেই আমাদের শান্তি। যেসব জিনিস মানুষকে একে অপরের ও আল্লাহ্‌র কাছ থেকে পৃথক করে রাখে, সেই সবকিছুকে ঈসা মুছে ফেলেছেন এবং এখন তিনি উপহার হিসেবে অন্যদের কাছে তাঁর শান্তিদান করেন। এই শান্তির উপহারটিকে গ্রহণ করতে, সংরক্ষণ করতে ও সযত্নে লালন করতে ঈসার অনুসারীদের আহ্বান করা হয়েছে, যার জন্য প্রয়োজন নম্রতা, কোমলতা, ধৈর্য ও ভালোবাসা।

পড়ুন:

ইফিষীয় ২:১১-১৫, ইফিষীয় ৪:১-৩, ইফিষীয় ৪:২৯-৩২

চিন্তা করুন:

কিতাবুল মোকাদ্দসের এই অংশ অনুযায়ী ঈসা কীভাবে দুইটি বিভক্ত হয়ে যাওয়া জনগোষ্ঠীর (ইহুদী ও অইহুদি) মধ্যে শান্তি স্থাপন করেছিলেন এবং তিনি কেন এমন করেছিলেন (২:১৬ আয়াত দেখুন)?

আপনি কি কারো কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করেন? আপনি কি সেই ব্যক্তির সাথে আবারো শান্তিতে থাকা উপভোগ করতে চান? কেন অথবা কেন নয় ? শান্তি স্থাপনের জন্য ঈসা কী করেছিলেন তা বিবেচনা করুন। এই বিষয়টি নিয়ে চিন্তা করার সময় আপনার মনে কী কী প্রশ্ন ও আবেগ জেগে উঠে?

ইফিষীয় ৪:১-৩ আয়াতটি মনযোগ সহকারে পর্যালোচনা করুন। ঈসা তাঁর অনুসারীদের জন্য যে ঐক্যতা বজায় রেখেছিলেন, সেই রকম ঐক্যতা বজায় রাখতে নম্রতা, কোমলতা, ধৈর্য ও ভালোবাসা কীভাবে সাহায্য করে বলে আপনি মনে করেন? যখন এই চারটি গুণাবলীর একটি বাদ পড়ে যায় তখন কী হয়? অন্যদের জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কিন্তু শান্তি বজায় রাখার জন্য আজকে আপনি কোন বাস্তব সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন?

ইফিষীয় ৪:২৯-৩২ আয়াতটি মনযোগ সহকারে পর্যালোচনা করুন। ঈসা আপনাকে কীভাবে ক্ষমা করেছেন? আপনার ক্ষমা কার প্রয়োজন?

Day 12Day 14

About this Plan

BibleProject | আগমনী চিন্তা

িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।

More