BibleProject | আগমনী চিন্তা Sample
কিতাবুল মোকাদ্দসের প্রথম পৃষ্ঠায় আল্লাহ্ বলেন যে এই দুনিয়া উত্তম, তাই স্বাভাবিকভাবেই আল্লাহ্ যে ভালো জিনিসগুলো সৃষ্টি করেছেন তাতে মানুষ আনন্দ পায়। কিন্তু কিতাবুল মোকাদ্দসের কাহিনি আমাদের দেখায় যে কেমন করে এই দুনিয়া আমাদের নিজেদের স্বার্থপরতার কারণে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই এখন এখানে আছে মৃত্যু ও ক্ষতি। তাই এত শত বিশৃঙ্খলা ও দুঃখের মাঝে মানুষ কীভাবে আনন্দ উপভোগ করতে পাারবে? চারপাশের এত মানসিক চাপ ও অশান্তির মধ্যেও কিতাবুল মোকাদ্দস, আনন্দ নিয়ে একটি অন্যরকম দৃষ্টিভঙ্গি প্রদান করে। আল্লাহ্ তাঁর লোকদের ভবিষ্যত পরিণতি নিয়ে যে প্রতিজ্ঞাগুলো করেছেন, সেগুলোই তাদের মনের আনন্দকে ধরে রাখে, তাদের বর্তমান পরিস্থিতি নয়। যেমন ধরুন, আল্লাহ্ যখন বনি-ইসরাইলকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, তখন তারা জয়ধ্বনি করেছিল, যদিও আল্লাহ্ তাদের যে দেশ দেওয়ার ওয়াদা করেছিলেন, তারা তখনও সেই দেশ থেকে অনেক দূরে, মরুভূমির মধ্যে অবস্থান করছিল।
পড়ুন
জবুর ১০৫:৪২-৪৩, হিজরত ১৫:১-৩
চিন্তা করুন:
আল্লাহ্র কোন্ কোন্ ওয়াদা আজকে আপনাকে আনন্দ করতে সাহায্য করে?
প্রতিক্রিয়াস্বরূপ, আপনার কাছে করা আল্লাহ্র প্রতিজ্ঞাগুলোকে উদযাপন করাতে একটি মোনাজাত লিখুন বা সেটি গানের মত করে গেয়ে শোনান।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More