BibleProject | আগমনী চিন্তা Sample
কিতাবুল মোকাদ্দসের ইতিহাস আমাদের দেখিয়েছে কীভাবে মানবজাতি তাদের নিজেদের তৈরি পথ বেছে নিয়েছে,যা আল্লাহ্র কাছ থেকে আলাদা এবং এর ফলে কষ্টভোগও করেছে। কিন্তু আল্লাহ্ মানুষের সান্নিধ্যে বাস করতে চান এবং তিনি জানেন যে তাঁর কাছ থেকে পৃথক থাকা কত কষ্টকর হতে পারে। তাই তিনি শান্তি স্থাপনের জন্য ঈসাকে পাঠিয়েছিলেন। ঈসার মধ্য দিয়ে আল্লাহ্র সাথে ঐক্যে বাস করার জন্য সব কিছুকে পুনরুদ্ধার করা যেতে পারে।
পড়ুন:
কলসীয় ১:১৯-২৩
চিন্তা করুন:
কিতাবুল মোকাদ্দসের এই অংশ অনুযায়ী আল্লাহ্ কী করতে চেয়েছিলেন এবং এই কাজটি তিনি ঈসার মধ্য দিয়ে কীভাবে বাস্তবায়ন করেছিলেন?
মানবজাতি যাতেআবারো আল্লাহ্র পবিত্র উপস্থিতিতে থাকতে পারে, এর জন্য ঈসাকে যে যন্ত্রণাভোগ করতে হয়েছে এবং যেসব বাধা অতিক্রম করতে হয়েছে, তা বিবেচনা করুন। আপনার চিন্তাকে মোনাজাতে পরিণত করুন যাতে আপনি আপনার বিস্ময় ও কৃতজ্ঞতাকে ব্যক্ত করতে পারেন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More