BibleProject | আগমনী চিন্তা Sample
প্রেরিত পৌল জেলখানায় বসে ফিলিপীয়দের কাছে চিঠি লিখেছিলেন। কষ্ট কী তা তিনি খুব ভালো করেই জানেন কিন্তু আল্লাহ্র শান্তি কী তাও তিনি জানেন। এর কারণ কিতাবভিত্তিক আশার মতই, কিতাবভিত্তিক শান্তি, ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভরশীল নয় বরং ব্যক্তির উপর নির্ভরশীল। পৌল অনুসারীদের আহ্বান করেন যেন তারা সর্বদা প্রভুতে আনন্দ করে, মোনাজাত করে, শুকরিয়া দেয় এবং যেটা ভালো ও সত্য তা নিয়ে চিন্তা করে। পৌল আমাদের দেখান কীভাবে এই অভ্যাসগুলো, আমাদের অনেক বড় বড় সমস্যার মধ্যেও আল্লাহ্র শান্তি উপভোগ করার দিকে নিয়ে যায়।
পড়ুন:
ফিলিপীয় ৪:১-৯
চিন্তা করুন:
ফিলিপীয় ৪:১-৯ আয়াতে পৌল যে সকল নির্দেশনা দিয়েছেন সেগুলোর একটি তালিকা তৈরি করুন (যেমন, “প্রভুতে স্থির থাক” “ঐক্যে বসবাস কর” ইত্যাদি)।
আপনার তালিকাটি ভালো করে লক্ষ্য করুন এবং কল্পনা করুন যে আপনার তালিকার প্রত্যেকটি বিষয়বস্তু আপনি আপনার স্বভাবে পরিণত করছেন। অভ্যাসগুলোকে বাস্তবে আপনার জীবনে প্রয়োগ করলে তা দেখতে কেমন হবে? এই অভ্যাসগুলো কীভাবে আমাদের আল্লাহ্র শান্তি উপভোগের অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে বলে মনে করেন?
৭ ও ৯ আয়াত পর্যালোচনা করুন। আয়াতগুলো পড়ার সময় আপনি কী কী লক্ষ্য করছেন? আয়াতগুলো আমাদের আল্লাহ্র শান্তির সুরক্ষণশীল স্বভাব সম্পর্কে কী বলে? এখন তাঁর এই সুরক্ষার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More