BibleProject | আগমনী চিন্তা Sample
ইশাইয়া নবী একজন ভবিষ্যতের বাদশাহ্র আগমনের অপেক্ষায় ছিলেন, যিনি তাঁর লোকদের সাথে শালোমের চুক্তি করবেন। তাঁর রাজত্ব সব ভুল শুধরে দেবে আর সব ধরনের ভগ্নতাকে সারিয়ে তুলবে।
পড়ুন:
ইশাইয়া ৯:৬-৭
চিন্তা করুন:
এই অংশটি পাঠ করার সময় কোন্ কোন্ শব্দ বা বাক্যাংশ আপনার কাছে অন্যরকম মনে হয়েছে?
কিতাবুল মোকাদ্দসের এই আয়াত অনুযায়ী শান্তিরাজ কীভাবে তাঁর রাজ্য পরিচালনা করেন?
যেসব স্থানে আপনার প্রভাব আছে, সেই সব স্থানে আল্লাহ্র শান্তিপূর্ণ শাসন নিয়ে আসার জন্য আপনি কীভাবে সাহায্য করতে পারেন?
এই সপ্তাহে, আপনার উপর ও আপনার মধ্য দিয়ে শাসন করার জন্য সেই শান্তিরাজের কাছে মোনাজাত করুন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More