BibleProject | আগমনী চিন্তা Sample
আশাবাদ হল, যে কোনো অবস্থায় কীভাবে পরিস্থিতিকে ভালোভাবেকাজে লাগানো যায় সেটা দেখতে চাওয়া। কিন্তু কিতাবভিত্তিক আশা পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। কিতাবুল মোকাদ্দসের আশাবাদী লোকেরা অনেক সময় কঠিন সময়ের মধ্য দিয়ে যান, যেখানে পরিস্থিতির উন্নতি হবার কোনো লক্ষণই দেখা যায় না। কিন্তু তারপরও তারা আশা রাখেন। যেমন ধরুন, ইসরাইলের একজন নবি, মিকাহ্ অন্যায্যতা ও মন্দতার মধ্যে বাস করেছিলেন কিন্তু তারপরও তিনি আশার জন্য আল্লাহ্র দিকে তাকিয়েছিলেন।
পড়ুন:
মিকাহ্ ৭:৬-৮
চিন্তা করুন:
মিকাহ্ নবি ৬ আয়াতে যেসব সমস্যা উল্লেখ করেন এবং ৭ ও ৮ আয়াতে কীভাবে সাড়া দেন, সেটা লক্ষ্য করুন। এই মুহুর্তে আপনার চারপাশে কী কী সমস্যা চলছে? আজকে মিকাহ্র জবাব কীভাবে আপনাকে উৎসাহিত করে বা চ্যালেঞ্জ করে?
মিকাহ্র এই মোনাজাতকে আল্লাহ্র কাছে ফিরিয়ে দেয়ার জন্য একটু সময় নিন। তিনি আপনার মোনাজাত শোনেন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More