BibleProject | আগমনী চিন্তা Sample
আল্লাহ্র অতীতের বিশ্বস্ততা ভবিষ্যতের আশাকে অনুপ্রাণিত করে। আল্লাহ্ কতটা বিশ্বস্ত ছিলেন তা স্মরণ করার জন্য অতীতে ফিরে তাকানোর মাধ্যমে, আমরা আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে পারব। তিনি যদি তখন বিশ্বস্ত থাকতে পারেন, তাহলে কেন তিনি এখনও বিশ্বস্ত থাকবেন না?
পড়ুন:
ইবরানী ১০:২৩
চিন্তা করুন:
অতীতে আল্লাহ্ আপনার ও আপনার সম্প্রদায়ের প্রতি কীভাবে ভালোবাসা দেখিয়েছিলেন তার তিনটি নির্দিষ্ট উপায়ের কথা স্মরণ করুন।
আল্লাহ্র বিশ্বস্ত ভালোবাসার স্মৃতি, কীভাবে আজকে আপনার মনে আশা জাগায়?
এই চিন্তাকে আল্লাহ্র সাথে আপনার কথোপকথনে পরিণত করুন। আপনার জন্য তাঁর বিশ্বস্ত ভালোবাসার অর্থ কী এবং আজকে আরো একবার আপনি কীভাবে তাঁর বিশ্বস্ততা দেখতে চান, তা আমাদের জানান।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More