BibleProject | আগমনী চিন্তা Sample
কিতাবভিত্তিক আশা আল্লাহ্র চরিত্রের উপর ভিত্তি করে নির্ভর করে যে বর্তমানের চেয়ে ভবিষ্যত আরো ভালো হবে। একজন ব্যক্তি যত বেশি আল্লাহ্র চরিত্র সম্পর্কে জানবে তত বেশি তাদের মনে আশা জাগবে।
পড়ুন:
জবুর ১৩০:১-৮
চিন্তা করুন:
আল্লাহ্র চরিত্র সম্পর্কে গীত রচয়িতা কী বলেন?
আল্লাহ্র চরিত্র সম্পর্কে আপনি কী বলেন?
গীত রচয়িতা কী বিশ্বাস করেন, আল্লাহ্ বনি-ইসরাইলর জন্য কী করবেন?
আল্লাহ্ আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য কী করবেন বলে আপনি বিশ্বাস করেন?
এই সপ্তাহে আপনার জীবনে ও আপনার সম্প্রদায়ে আল্লাহ্র ক্ষমাশীল ভালোবাসাকে আপনি কীভাবে কাজ করতে দেখতে চান? এই প্রশ্নের উত্তরটি মোনাজাত আকারে তাঁর কাছে নিবেদন করুন। তিনি আপনার কথা শুনছেন।
Scripture
About this Plan
িতাবুল মোকাদ্দস প্রজেক্ট এই আগমনী চিন্তাগুলো তৈরি করেছে যাতে ঈসার আগমন উদযাপন করার জন্য ব্যক্তি, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়। চার সপ্তাহের এই পরিকল্পনাটিতে আছে অ্যানিমেটেড ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তাশীল প্রশ্ন।এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা - এই চারটি শব্দের কিতাবভিত্তিক অর্থ বিশ্লেষণ করতে পারবে। এই চারটি গুণাবলী কীভাবে ঈসার মধ্য দিয়ে এই দুনিয়ায় এসেছে তা আবিষ্কার করতে এই পাঠ পরিকল্পনাটি বেছে নিন।
More