YouVersion Logo
Search Icon

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

DAY 9 OF 10

ধন্য যারা ধার্মিকতার জন্যে তাড়িত 

সারা বিশ্বে ২০১৯ সালে কতজন খ্রীষ্টান তাদের বিশ্বাসের জন্য  তাড়িত হয়েছে সেই বিষয় ওয়ার্ল্ড ওয়াচ্ লিস্ট একটি সম্পূর্ণ রিপোর্ট দিয়েছিল। তাদের কেবল ২০১৬-১৭ সালের রিপোর্ট অনুসারে ২৪৫০ লক্ষ লোক উচ্চ স্তরের অত্যাচারের অভিজ্ঞতা লাভ করেছিল। ওয়ার্ল্ড ওয়াচ্ লিস্ট দেশগুলিতে প্রত্যেক মাসে ১০৫টি চার্চ আক্রান্ত হয়েছিল এবং প্রতিদিন ১১ জন খ্রীষ্টবিশ্বাসী তাদের বিশ্বাসের জন্য নিহত হয়েছিল। এই সংখ্যাগুলি পূর্ণ কাহিনী বলে না কারণ এই সংখাগুলি সেই সমস্ত পুরুষ, স্ত্রী লোক এবং শিশুদের প্রতিনিধিত্ব করে যারা খ্রীষ্টকে অনুসরণ করার মহার্ঘ এবং বিপজ্জনক বিষয়টিকে বেছে নিয়েছিল ।হতে পারে আমরা গভীর প্রাণ সংশয়কারী তাড়নার অভিজ্ঞতা লাভ করিনি কিন্তু সত্যটি হচ্ছে খ্রীষ্টকে অনুসরণ করার বিষয়টি আমাদের জীবনে অনেক ক্লেশকে আমন্ত্রণ করে। প্রকৃত ঘটনাটি হচ্ছে আমাদের মৃদুশীলতা, শান্তিকামি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, নির্মলান্তঃকরণ এবং সহমর্মিতার জন্য আমাদের কর্মক্ষেত্রে, বিদ্যালয়ে এবং পার্শবর্ত্তী এলাকায় সূক্ষ্ম এবং তত সূক্ষ্ম নয় এমন তাড়নার প্রধান লক্ষ্যে পরিণত হতে হয়। যীশু আমাদের এই ধরণের বিরোধিতার প্রত্যাশা করতে বলেছেন এবং এর মধ্যে তিনি আমাদের আনন্দ করতে বলেছেন কারণ পুরাতন নিয়মের ভাববাদীদের উপরেও এই ধরণের ব্যবহার করা হয়েছিল। আগ্রহপূর্ণভাবে, আমাদের এর জন্য তাৎক্ষণিক কোনও জাগতিক পুরস্কারের বিষয় উল্লেখ করার পরিবর্তে তিনি আমাদের অনন্তকালীন পুরস্কারের বিষয় নিশ্চিত করেছেন।

আপনি যখন খ্রীষ্টের একজন শিষ্য হিসাবে এই যাত্রা পথে গমন করছেন তখন আপনি কি তাড়না সহ্য করার জন্য প্রস্তুত আছেন এবং আপনার জন্য স্বর্গে যা অপেক্ষা করছে তার জন্য আপনি কি আনন্দ করছেন?

Day 8Day 10

About this Plan

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।

More