YouVersion Logo
Search Icon

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

DAY 5 OF 10

 ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত 

যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত তারা একটি সুন্দর জীবনের জন্য আকুলভাবে কামনা করে। এই উত্তম জীবন কেবল তখনই উত্তম হয় যখন এর কেন্দ্রে যীশু থাকেন এবং এটি যদি আমাদের চারিদিকের লোকদের উপর ইতিবাচকভাবে প্রভাব বিস্তার করে। ঈশ্বরের বিষয়গুলির জন্য ক্ষুধার্ত হওয়ার অর্থ হচ্ছে আমাদের সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরের যাচ্ঞা করা এবং আমাদের যা কিছু আছে সেই সমস্ত কিছু দিয়ে তাঁকে সম্মান করার বিষয়টিকে বেছে নেওয়া। এটি করার থেকে বলা সহজ কারণ আমাদের দিনগুলি কাজ, পরিবার এবং এমনকী আমাদের পরিচর্যা কাজের চিন্তায় পরিপূর্ণ। যখন এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, তখন যে বিষয়টি অন্যদের সঙ্গে এই ধন্য ব্যক্তিদের পৃথক করে তা হচ্ছে তাদের ঈশ্বরের উদ্দেশে সম্মান আনার জন্য তাদের সময় দেওয়া, তারা দিনের কোনও সময় একা ঈশ্বরের সঙ্গে সময় ব্যয় করতে পারেন, কিন্তু তারা তাদের মধ্যে সারাদিন ঈশ্বরের সঙ্গে অবিরত সংযোগ স্থাপন করার সামর্থ্য বিকশিত করেছে।

“ঈশ্বরের জন্য ক্ষুধার্ত” নামক বইয়ে লেখক জন্ পাইপার বলেছেন “আপনি যদি ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য আকুল কামনা অনুভব না করেন, তার মানে এই নয় যে আপনি গভীরভাবে মাদকাসক্ত হয়েছেন অথবা পরিতৃপ্ত হয়েছেন। এর কারণ হচ্ছে আপনি দীর্ঘ সময় জগতের মেজে ধীরে ধীরে খেয়েছেন। ছোট ছোট জিনিসগুলিতে আপনার আত্মা ক্লান্ত , এবং সেখানে বড় জিনিসের জন্য কোনও জায়গা নেই।”

আমাদের ফোন/হটস্টার/নেটফ্লিক্স প্রদর্শনগুলি থেকে কিছু সময় সরিয়ে নিয়ে এবং আমাদের অবিরাম সময়সূচিগুলি থেকে সরে এসে ঈশ্বরের জন্য সময় দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব?

জন্ পাইপার আরও বলেছেন “ আমি সব থেকে শক্তিশালী, সব থেকে পরিপক্ব যে খ্রীষ্ট বিশ্বাসীদের আমার জীবনে দেখেছি তারা ঈশ্বরের জন্য সব থেকে ক্ষুধার্ত। এটা মনে হতে পারে যে যারা সব থেকে বেশী খায় তারা সব থেকে কম ক্ষুধার্ত হয়। কিন্তু অফুরন্ত ঝর্ণার সঙ্গে, এবং অসীম ভোজে, এবং গৌরবময় প্রভুর প্রসঙ্গে  এটি এই ভাবে কাজ করে না।

এটি আমাদের আগের থেকে আরও অধিক ঈশ্বরের জন্য ক্ষুধার্ত করে। আমরা যত অধিক তাঁর সম্পর্কে এবং তাঁর বাক্য সম্পর্কে জানবো তত অধিক আমাদের তাঁর প্রয়োজন বৃদ্ধি পাবে। যীশু বলেছেন যে আমাদের মনোভঙ্গী যখন তাঁর জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকবে, তখন আমরা পূর্ণ হবো-উপচে পরবো। আপনি এটি উপলব্ধি নাও করতে পারেন কিন্তু আপনার চারপাশের লোকেরা পার্থক্যটি বুঝতে পারবে। আমাদের অবশ্যই জীবন জলের গভীরতা পান করতে হবে যা যীশু প্রতিজ্ঞা করেছিলেন এবং ঈশ্বরের বাক্য ভোজন করতে হবে। কেবল এটাই আমাদের পরিতৃপ্ত করবে। 

Day 4Day 6

About this Plan

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।

More