লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample
ধন্য যারা মৃদুশীল
মৃদুশীল অথবা নম্র হচ্ছেন তারা যাদের কতৃত্ব অথবা কৃতিত্ব আছে কিন্তু তারা তাদের জীবনের জন্য ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বশীভূত, সুতরাং তাদেরকে তাদের কতৃত্ব প্রয়োগ করতে হয় না অথবা জাহির করতে হয় না। যীশু মৃদুশীলতার পরম দৃষ্টান্ত কারণ তিনি শারীরিকভাবে এবং মৌখিকভাবে অত্যাচারিত হয়েছিলেন, অপমানিত হয়েছিলেন এবং প্রহারিত হয়েছিলেন, তাঁকে গালাগালি করা হয়েছিল এবং তিনি সমস্ত কিছু উপেক্ষা করেছিলেন, যখন তিনি তাঁর এক কথায় স্বর্গদূত বাহিনীকে তাঁর সাহায্যের জন্য ডাকতে পারতেন। যীশু বলেছেন মৃদুশীলরা পৃথিবীর (দেশের) অধিকারী হবে যা আজকের দিনে শুনে উদ্ভট মনে হতে পারে, যেখানে যারা উদ্যোগী এবং অতিরিক্ত উচ্চাকাঙ্খী তাদেরকেই চারিদিকে যা কিছু ঘটছে তার অধিকারী বলে মনে হয়। মৃদুশীলতার ধ্রুপদি গ্রীক শব্দটি হচ্ছে “প্রাউস” যে একই শব্দটি যুদ্ধের ঘোড়াদের বর্ণনা করতে ব্যবহার করা হতো। সামরিক উদ্দেশ্যেই এই ঘোড়াগুলি জন্মাতো এবং পালিত হতো।এই অপরিমার্জিত শক্তির সঙ্গে যুক্ত হয়েছিল উচ্চ প্রশিক্ষণ এবং অতিরিক্ত বাধ্যতা। সুতরাং মৃদুশীলতা শব্দটিকে অন্যভাবে অনুবাদ করা যায় “নিয়ন্ত্রণাধীন শক্তি”।
আমরা যতজন প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসাবে জানি তাদের প্রত্যেকের মধ্যে খ্রীষ্টের পুনরুত্থানের শক্তি আছে, কিন্তু প্রকৃত ভাবে মৃদুশীল হওয়ার জন্য আমাদের সম্পূর্ণরূপে তাঁর বাধ্য হতে হবে। আমরা কার অধিকার এবং খ্রীষ্টে আমরা কে তা এই অবস্থার মধ্যে অবগত হওয়ার বিষয়টি আমাদের আস্থার সঙ্গে মৃদুশীল হতে এবং এর ফলের জন্য আমাদের ঈশ্বরের উপর আস্থা রাখার সামর্থ্য দেয়। মৃদুশীলরা দুর্বল নয়, তারা সমৃদ্ধ কারণ তাদের পিতা তাদেরকে দেশের অধিকার দেন।
Scripture
About this Plan
খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More