YouVersion Logo
Search Icon

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়নSample

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

DAY 7 OF 10

ধন্য যারা নির্ম্মলান্তঃকরণ 

আপনি যদি ঘিঞ্জি মহানগরে বাস করেন এবং প্রতিদিন সকালে আপনাকে যদি যানজটে পূর্ণ রাস্তা দিয়ে গাড়ী চালিয়ে যেতে হয় তাহলে আপনি বুঝতে পারবেন নির্ম্মল থাকা কত কঠিন। বারবার গাড়ি চলাচল থামানো এবং রাস্তায় কাটানোর ক্ষেত্রে আমাদের নিরঙ্কুশ দুঃসাহসিকতায় মেজাজ বিগড়ে যাওয়া এবং আমাদের মুখ থেকে বাজে কথা উগড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হতে পারে। আমরা বাইবেলের ঈশ্বরকে যত অধিক উপলব্ধি করবো, ততই আমরা বুঝতে পারবো যে তিনি আমাদের ত্রুটিহীনতা দেন না, কিন্তু তিনি আমাদের কেবল নির্মলতা দিতে চান। আপনি যদি কখনও দেখে থাকেন কীভাবে সোনাকে পরিশোধিত করা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন একটি ধাতুকে সব থেকে অধিক শুদ্ধ করার জন্য পরিশোধন প্রক্রিয়াটি কত দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়, কিন্তু ধাতুর শুদ্ধতা প্রত্যেকটি ধাপে বৃদ্ধি পেতে থাকে। শেষ ধাপে, যে সোনাটি পাওয়া যায় তা ৯৯.৯৫ % শুদ্ধ হয়। ১০০% নয়, অবাক হচ্ছেন তাইতো ? এখানে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে আমরা সোনার মতো, প্রক্রিয়ার মধ্যে আছি। পৃথিবীতে আমরা আমাদের এই দেহ নিয়ে প্রতিদিন যে জীবন যাপন করি তার দ্বারা আমরা খ্রীষ্টের স্বরূপতার মধ্যে নবায়িত হই। আমাদের পরিস্থিতিগুলি, আমাদের বিপর্যয়গুলি, আমাদের আনন্দগুলি এবং আমাদের দুঃখগুলি হচ্ছে পরিশোধনের অগ্নি যার মধ্য দিয়ে আমাদের যেতে হয় যাতে আমরা আরও ভাল, শক্তিশালী এবং বিশুদ্ধ হই। যারা নির্মল অন্তঃকরণ তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে পবিত্র আত্মার রূপান্তরন কাজের মধ্যে প্রদান করে এবং তারা “ঈশ্বরকে দেখতে” পারে কারণ তারা এই যাত্রায় ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করে।

আপনি কি আজকে পবিত্র আত্মার কাছে নিজেকে উন্মুক্ত করবেন এবং আপনার হৃদয়ের গভীরতম প্রদেশে স্বাধীনভাবে তাঁকে প্রবেশ করতে দেবেন যাতে তিনি আপনার মধ্যে একটি নতুন কাজ শুরু করতে পারেন?

Day 6Day 8

About this Plan

লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ন

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।

More