YouVersion Logo
Search Icon

দায়বদ্ধতাSample

দায়বদ্ধতা

DAY 6 OF 7

দায়বদ্ধতা এবং পরিবার 

ঈশ্বরের রাজ্য গঠনের জন্য একক হল একটি খ্রীষ্টিয় পরিবার। গত শতকের শেষ থেকে আমরা লাগাতার তর্ক করে চলেছি স্বামী এবং স্ত্রীর মধ্যে, কে কার প্রতি সমর্পিত থাকবে । বিশেষত ভারতে যুগ্ম পরিবারগুলিতে আর্থিক ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখা যেন স্থির থাকে না, এখন আমাদের পরিবারে স্বামী, স্ত্রী এবং সন্তান-সন্ততি সকলেরই পৃথক পৃথক ব্যাঙ্ক একাউন্ট, স্বাধীন ক্রেডিড কার্ড আছে। আমাদের পরিবারের প্রত্যেকের জন্য আলাদা ই-মেল, মোবাইল নম্বর আছে। 

ই-মেল বা মোবাইল নম্বরের বিষয়ে বাইবেল কিছু বলে না। কিন্তু যখন একজন স্বামী ও স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আসে তখন তারা ঈশ্বরের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয় একে অপরের প্রতি স্বাধীন এবং স্বচ্ছ থাকার জন্য। আমাদের কাছে যা কিছু আছে তার সবই আমাদের জীবন সঙ্গি বা সঙ্গীনীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে আমরা অঙ্গীকার বদ্ধ হয়েছি। যদি আমি আমার প্রত্যেকটি ইমেল বা এসএমএস কিম্বা কথোপকথন একে অপরকে দেখাতে বা বলতে না পারি তাহলে এটি প্রকাশ করে যে আমাদের মধ্যে দায়বদ্ধতার অভাব আছে। 

আমরা পিতামাতা হিসাবে যখন একে অপরের কাছে দায়বদ্ধ হই, তবে আমাদের সন্তান সন্ততিরাও বুঝবে যে দায়বদ্ধ থাকা ভাল এবং স্বাভাবিক। আমি জানি অনেক পরিবারকে যেখানে পরিবারের প্রধান বাইরে গেলে পরিবারের অন্যেরা জানেনই না যে তিনি কোথায় যাচ্ছেন। আমাদের ছেলেমেয়েরা যেন আমদেরকে একথা বলতে স্বাচ্ছন্দ বোধ করে যে তারা কোথায় আছে এবং তারা আগামিতে কোথায় পৌঁছাবে।  

খ্রীষ্ট বিশ্বাসী স্বামী ও স্ত্রী হিসাবে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল, ঈশ্বর আমাদেরকে যে পরিবার দিয়েছেন তা রক্ষা ও পালন করা। আমাদের ছেলেমেয়েদের জীবনের জন্য আমরা দায়বদ্ধ। আমরা তাদেরকে প্রভুর কাছে তাঁর বাক্যের দ্বারা নিয়ে আসার জন্য এবং দৃষ্টান্তস্বরূপ হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। 

স্যাম নামে একজন বৃদ্ধলোকের একটি কৌতুকপূর্ণ গল্প আছে, তার স্ত্রী বার্ধ্যক্যের কারণে ঘরেই থাকেন। তিনি এ্যালজাইমা রোগে আক্রান্ত তাই তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আর প্রতিদিন সকালে স্যাম তার স্ত্রীর সঙ্গে দেখা করেন, তার বিছানার পার্শ্বে বসেন, তার পাশে বসেই বই পড়েন, তার বিছানা পরিপাটি করতে সাহায্য করেন এবং শুধু সেখানেই থাকেন। একদিন সেবিকাদের প্রধান স্যামকে প্রশ্ন করেন কেন তিনি দিনের পর দিন এমন করে চলেছেন, যেখানে তিনি জানেন যে তার স্ত্রী তাকে চিনতেও পারেন না যে তিনি তার স্বামী। তাতে স্যামের উত্তর ছিল, “বেশ, সে আমার স্ত্রী, তাই না? আমি এখনও  তাকে চিনতে পারি।” এই হল দায়বদ্ধতার মাপকাঠি আমরা যেরূপ থাকার জন্য একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি জীবন সঙ্গী বা সঙ্গীনি রূপে যখন আমরা পবিত্র বেদির সামনে বিবাহের জন্য উপস্থিত হয়েছিলাম। 

দিনের জন্য বিবেচ্য বিষয় : 

শুধুমাত্র একে অপরের প্রতি সমর্পনের মাধ্যমেই আমরা পরিবারে একত্রে বসবাস করতে সক্ষম হতে পারি। 

প্রার্থনা : 

প্রেমময় প্রভু, আমায় সাহায্য কর যেন আমার সকল অহংকার দূর হয়ে যায়, আর আমি পরিবারের প্রিয়জনদের কাছে প্রেমপূর্ণ সম্পর্কে নিজেকে সমর্পন করতে পারি। পরিবার হিসাবে তোমার প্রেমে আমাদের বন্ধন কর, যেন আমরা তোমাতে আরও শক্তিযুক্ত হতে পারি এবং তোমার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারি। আমেন। 

Day 5Day 7

About this Plan

দায়বদ্ধতা

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।  

More