YouVersion Logo
Search Icon

দায়বদ্ধতাSample

দায়বদ্ধতা

DAY 5 OF 7

কাজের ক্ষেত্রে দায়বদ্ধতা – উৎপাদন এবং মালিকানা 

বর্তমান জগতে কাজ খুঁজে পাওয়া কঠিন নয়। কিন্তু ভাল ও দক্ষ লোক পাওয়া দুষ্কর। যে কারণে তরুনরা তাদের ধারণাকে ব্যবহার করে জীবন কাটানোর জন্য এমন চাকরি পেতে চায় যেখানে কাজ কম চায় অথচ বেতন বেশি। যীশুর অনুসরণকারী আমরা এখানে পার্থক্য তৈরী করতে পারি। আমি আমার বাবার একটি বিষয় খুব পছন্দ করি, তা হল কাজের প্রতি তার ভালবাসা এবং শ্রেষ্ঠত্বের জন্য কষ্ট স্বীকার করা। 

গত ২০ বছরে বিশ্বব্যাপী অর্থনীতিতে ভারত এক বৃহৎ অগ্রগতি অর্জন করেছে। কিন্তু আমরা যেখানে আছি তাতে গর্বিত না হয়ে আত্মতুষ্ট হয়ে রয়েছি। আমাদের অবশ্যই স্মরণ করা উচিৎ যে আমাদের সামনে চলার জন্য সুদীর্ঘ পথ পড়ে আছে যা নির্ভর করছে আমাদের গুনগত মান অনুযায়ী উৎপাদনের উপর। খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমাদের কৃতকর্মে পার্থক্য তৈরী করতে হবে। আমার ছোট্ট কোনটিকে আমি কি আলো দিয়ে আলোকিত করছি? শ্রেষ্ঠত্বের মান হিসাবে লোকেরা কি আমাকে চিহ্নিত করে ? খ্রীষ্ট বিশ্বাসীর কাছে শ্রেষ্ঠত্ব এবং কঠোর পরিশ্রম কোনটিই কারো বিকল্প নয়, কিন্তু জীবনের একটি পথ। 

দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দিক হল, খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমরা যে দায়বদ্ধতা গ্রহণ করেছি তা প্রকাশ করা প্রয়োজন, অথবা আমরা যা করছি তার মালিকানা গ্রহণ করতে হবে। সৃষ্টির সময়ে যখন মানুষকে তার করনীয় কাজের দায় নিতে হয়েছে, তখন আমাদের আদিপিতা, আদম, নির্লজ্জ ভাবে তার দায়ভার স্ত্রী হবার উপর চাপিয়ে দিয়েছে (আদিপুস্তক ৩:১১-১৩)। ঠিক তার পরেই হবাও শর্পের উপর দোষারোপ করেছে। যখন কিছু মন্দের দিকে গড়ায় তখন মানুষ তার দায়ভার নিতে চায় না এটি মানব প্রকৃতি। 

রাজা শৌল এবং দায়ূদ উভয়ের কৃত পাপের কারণে যখন তারা প্রভুর কাছ থেকে ভর্ৎসনা পেয়েছে তখন তাদের মধ্যে এক স্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাই। ১ শমূয়েল ১৫ অধ্যায়ে দেখি যখন শমূয়েল অমালেকীয়দের বিনষ্ট না করার কারণে শৌলকে অনুযোগ করেন, তখন শৌল তার দায় সৈনিকদের উপরে আরোপ করেন এবং এমন কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন। অপর দিকে দায়ূদকে দেখি ২ শমূয়েল ১২ অধ্যায়ে নাথন ভাববাদী তাকে অনুযোগ করলে তিনি তার কৃত পাপের দায়ভার নিতে অস্বীকার করেন নি।  

এমনকি সম্মিলিত বিশ্বে আমরা বুঝতে অক্ষম হয়েছি যে শক্তি এবং ক্ষমতা যেখানে আছে সেখানে আছে দায়বদ্ধতা এবং যখন এই বিশ্ব মন্দতার দিকে গড়াচ্ছে তখন তারও দায়ভার আমাদের নিতে হবে। সরকার এবং সম্মিলিত বিশ্বে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে খুব কম জনকে আমরা খুঁজে পাই যারা ভুলের দায় স্বীকার করেন। শুধুমাত্র যখন আমরা স্বীকার করি যে ভুল করেছি তখনই আমরা তার থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হই। 

দিনের জন্য বিবেচ্য বিষয় : 

একজন খ্রীষ্টবিশ্বাসীকে অবশ্যই ইচ্ছুক হতে হবে দায়ভার নিতে তা সে ভুল হোক বা ঠিক । 

প্রার্থনা : 

প্রভু যীশু, আমার কাজের প্রতি সঠিক মনোভাব গ্রহণ করতে আমাকে সাহায্য কর। আমার হস্তের কার্য্যকে বৃদ্ধিদান কর যাতে অন্যেরা তা দেখতে পায় এবং তোমার গৌরব করে। আমার ভুলের জন্য তার দায়ভার নিতে আমাকে সাহস প্রদান কর, এবং তার মাধ্যমে শেখাও। আমেন। 

Day 4Day 6

About this Plan

দায়বদ্ধতা

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।  

More