YouVersion Logo
Search Icon

দায়বদ্ধতাSample

দায়বদ্ধতা

DAY 2 OF 7

ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা – সময়, তালন্ত্য এবং সম্পদ – আমার যা কিছু আছে তা দিয়ে আমি কি করছি ? 

একজন তরুন স্নাতক পরিচালক এই গল্পটি বলেছিল, যে একটি ছেলেকে একদিন একটি গাছতলায় বসে দিবাস্বপ্ন দেখতে দেখেছিল। সেই তরুন এই ছেলেটিকে প্রশ্ন করেছিল যে, সে কেন স্কুলে পড়াশোনা করতে যায় নি। তাতে ছেলেটি প্রশ্ন করল, “তার পরে কি হবে?” স্নাতক উত্তর দিল, “তুমি স্কুল থেকে স্নাতক হবে তারপর কলেজে যাবে এবং বিশ্ববিদ্যালয় থেকে উপাধি পাবে।” ছেলেটি আবার সেই একই প্রশ্ন করল, “তার পর কি হবে?” 

স্নাতক আবার বলা শুরু করল, “তুমি চাকরি পাবে, ক্রমান্বয়ে তোমার পদন্নোতি হবে, যতক্ষন পর্যন্ত না তুমি সর্ব্বোচ্চ পদ অধিকার কর এবং একজন ধনি ব্যক্তি হয়ে একদিন অবসর প্রহণ করবে।” ছেলেটি আবার সেই একই প্রশ্ন করল। “স্নাতক উত্তর দিল, “তারপর সমুদ্র সৈকতে একটি বাড়ি কিনতে পারবে এবং ছুটি নিয়ে একটি গাছতলায় বসে স্বপ্ন দেখতে পারবে।” ছেলেটি এবার বলল, “আমি এখন তাই-ই করছি।” তাতে সেই স্নাতক পরিচালক চুপসে গিয়ে সবকিছু বুঝতে পারল এবং তার দিকে ভালভাবে চেয়ে দেখল । 

খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমাদের অনেকেরই এমন ঝোঁক আছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন ভাবে যীশুকে পরিত্রাতা বলে জেনেছি। কিন্তু যখনই আমরা একবার যীশুকে আমাদের পরিত্রাতা বলে গ্রহণ করেছি, আমরাও তেমনই সৈকতে বসে স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই একই ধরণের মনোভাব, যে মনোভাবের বিপক্ষে যীশু ব্যক্ত করেছেন যা লেখা আছে মথি ২৫ অধ্যায়ে। এই উপমার মধ্যে আমরা দেখতে পাই প্রভু তার দাসদের আদেশ দিচ্ছেন যে সম্পদ (তালন্ত) তাদের দেওয়া হয়েছে তারা যেন তা বৃদ্ধি করে। এই উপমাটিতে আমরা আরও দেখতে পাই যে, দাসদের ভিন্ন পরিমাণের সম্পদ দেওয়া হয়েছিল। পরে যখন তারা সেই সম্পদ দ্বিগুন করেছে (তারা যে যেমন পেয়েছিল) প্রভু তখন তাদের উভয়কে একই ভাবে আদেশ দিয়েছেন। 

আমরা ঈশ্বরের কাছে হিসেব দিতে দায়বদ্ধ কিভাবে আমরা খরচ করছি যা তিনি আমাদের দিয়েছেন- আমাদের সময়, সম্পদ এবং তালন্ত। আমাদের প্রাত্যহীক জীবনে, আমরা খুব ব্যস্ততা দেখায় যে আমরা খুব কষ্ট করে ঈশ্বরের জন্য সময় বের করেছি। যখন আমরা আমাদের সময়ের ব্যবহারকে পরীক্ষা করি, তখন দেখা যায় আমাদের জীবন অনন্ত কালীন তাৎপর্যপূর্ণ খুব অল্প বিষয় দিয়েই পূর্ণ আছে। আমাদের তালন্ত দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য আমরা কতখানি ইচ্ছুক অথবা কি তাঁর রাজ্যের মধ্যে যুক্ত আছে ? ঈশ্বর বিশ্বাস করে আমাদের হাতে যা দিয়েছেন, আমরা কি তা নষ্ট হতে দিচ্ছি? 

দিনের জন্য বিবেচ্য বিষয় : 

সময় এবং তালন্ত ঈশ্বরের হাতে সমর্পন করা এবং ঈশ্বরের  উদ্দেশ্যে ব্যবহৃত হতে দেওয়া বুদ্ধিযুক্ত বিনিয়োগ। 

প্রার্থনা : 

প্রিয় প্রভু, আমার দিন গণনা করতে এবং আমার সময় দায়িত্ব সহকারে ব্যবহার করতে আমাকে সাহায্য কর। আমাকে জানতে দাও যে তুমি আমাকে কি বরদান ও তালন্ত দিয়েছ। সেগুলো ব্যবহার করতে সাহায্য কর যেন আমি এই জগতে তোমার রাজ্য বিস্তারে একটি যন্ত্রস্বরূপ হতে পারি। আমেন। 

Day 1Day 3

About this Plan

দায়বদ্ধতা

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।  

More