YouVersion Logo
Search Icon

দায়বদ্ধতাSample

দায়বদ্ধতা

DAY 1 OF 7

ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা - আমার জীবনে প্রভু কে? 

জবাবদিহিতা এমন কিছু যা মানুষ হিসাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি অনেক কম বয়সি ছেলেমেয়েদের সাথে দেখা করি তাদের পরামর্শ এবং নির্দেশ দানের জন্য এটি আমার কর্মজীবনের অংশ। তারা জীবনে কি করতে চান সে সম্পর্কে আমরা নানা প্রশ্ন নিয়ে আলোচনা করি। অনেক তরুণরা আমাকে বলে যে তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চায়। যখন আমি তাদের কারণ জিজ্ঞাসা করি, তারা আমাকে বলে তার কারণ হল তারা নিজেরাই তাদের নিজস্ব কর্ম অধিকর্তা হতে চায়। এটি দেখে মনে হচ্ছে যে মানুষ অপরের কাছে দায়বদ্ধ হতে অপছন্দ করে এটি মানব প্রকৃতির অংশ । 

ঈশ্বরের কাছে দায়বদ্ধ হতে সক্ষম হওয়ার জন্য, প্রথম শর্ত হল আমাদের জীবনে যীশুর প্রভুত্ব স্বীকার করতে হবে। আমি একসময় ঈশ্বরের এক পরিচর্যাকারীর কাছে শুনেছিলাম যে তিনি তার যাত্রাপথে তিন ধরনের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন যারা তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। এক ধরনের পরিবার তাকে একটি ঘর দিয়ে নিজেকে আরামদায়ক ভাবে থাকতে বলে। অপর পরিবারটি সাধারণ ব্যবহার্য স্থান এবং সুবিধাগুলি ব্যবহার করার সুযোগ দেয়। অপর পরিবারটি তাকে বলে যে সমস্ত বাড়ীটিই সে তার নিজের মত করে স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে। আমাদের জীবনেও যীশুকে এই রকমই অবারিত প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন এটিই হল তাঁর প্রতি আমাদের দায়বদ্ধতা। 

আমরা কিসের জন্য দায়বদ্ধ ? বাইবেল বলে যে, প্রত্যেকটি কথার জন্য আমাদের ঈশ্বরের কাছে হিসেব দিতে হবে (মথি ১২:২৪)। খ্রীষ্টিয় পরিচালক হিসাবে আমাদের কর্মস্থলে, আমাদের উর্দ্ধতন কর্ত্তৃপক্ষের কাছে, যাদের প্রভু আমাদের উপরে রেখেছেন তাদের কাছে আমরা হিসেব দিতে দায়বদ্ধ। আমরা পিতামাতা এবং স্বামী বা স্ত্রী হিসাবে ঈশ্বরের সম্মুখে পরিবারের কাছে হিসেব দিতে দায়বদ্ধ। আমরা তাদের কাছেও জবাবদিহি করতে দায়বদ্ধ যাদের সঙ্গে আমাদের প্রাত্যহীক জীবনে যোগাযোগ হয়, তারা যেন আমাদের মধ্যে যীশুর প্রেম দেখতে পায়। 

ঈশ্বরের সঙ্গে আমাদের পথ চলায় আমাদের অব্যশই বুঝতে হবে যে, আমাদের জীবনের কোন কিছুই ঈশ্বরের কাছে লুকোনো নেই। এগুলো যেমন, ঠিক তেমন ভাবেই তিনি এগুলোকে দেখছেন। অনেক সময়ই আমরা এটি বুঝতে সক্ষম হই না। আমরা চেষ্টা করি আমাদের জীবনের যেগুলোতে স্বাচ্ছন্দ আছে সেগুলোর হিসেব দিতে, কিন্তু যেগুলো তেমন নয় সেগুলোতে হিসেব দিতে অসফল হই। যখন আমরা ক্রমান্বয়ে আমাদের জীবনের অন্যান্য বিষয়গুলিকে যতবেশি খ্রীষ্টের নিয়ন্ত্রণে নিয়ে আসি তখন আমাদের কাছে জবাবদিহি করা আরও ভাল ও সহজ হয়ে ওঠে। 

দিনের জন্য বিবেচ্য বিষয় : 

ঈশ্বরের কর্তৃত্বের প্রতি আমাদের বাধ্যতা হল খ্রীষ্টেতে আমাদের স্বাধীনতা এবং আমরা তাঁর জন্য যা কিছু সম্পাদন করতে পারি তার চাবিকাঠি। 

প্রার্থনা : 

প্রভু যীশু, আমি আমার জীবন তোমার হাতে সমর্পন করি। তুমি আমার জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভু হও। আমাকে বুঝতে দাও তোমার সন্তান হিসাবে এই জগতে আমার দায়িত্ব, যেন তোমার গৌরব হয়। আমেন। 

Day 2

About this Plan

দায়বদ্ধতা

সাধারণতঃ মানুষ এবং বিশেষ করে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে, আমরা দায়বদ্ধ থেকে বিভিন্ন স্তরের কাজগুলিতে, ঈশ্বর, আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীতে জবাবদিহি করি। মানব প্রকৃতিতে মানুষ নিজেই নিজের কাছে জবাবদিহিতা পছন্দ করে না। ঈশ্বরের প্রতি দায়বদ্ধতা হল মৌলিক বিষয় যা অন্য সকল স্তরের জন্য জবাবদিহিতা অপরিহার্য।  

More