ইস্টারের কাহিনীনমুনা

রবিবার
এই অসাধারণ একটা দিনে, আমরা ক্রস, খালি সমাধি এবং তা যা সব আমাদের দিয়েছে তার ধ্যানে সময় বায় করবো। এছাড়াও আসুন আমরা "চলুন শিষ্য তৈরী করি...." এই বিষয়েও ধ্যান করি। যীশু (ঈসা) তাঁর শিষ্যদের কাছে যে প্রকৃত সুসমাচার দিয়েছিলেন, তা হলো একটি অনুগ্রহের সুখবর অন্যদের বিতরণ করা, তা শুধু নিজেই গ্রহণ করা নয়। ফল ধরাতে, যীশু (ঈসা) তাঁর শিষ্যদের অন্যদের শিষ্য তৈরী করতে সজ্জিত করেছিলেন। আমরা এটাকে কার্যকরী বলতে পারি কারণ তারা যে শিষ্য তৈরী করেছিল তারাও শিষ্য তৈরী করছিল। আর তাই এটি দুই হাজার বছর ধরে গৃহীত হয়েছে। কিন্তু সম্ভবত প্রতিটি প্রজন্মের মধ্যে, অবশ্যই আমাদের মধ্যেও, কখনো কখনো আমাদের প্রচারিত সুসমাচারেও পরিবর্তন ঘটে দূষিত হয়েপড়ে। প্রকৃতপক্ষে সঠিক ফলনশীল ফলের পরিবর্তে, আমরা বীজহীন আঙ্গুর চাষ করি। আমরা যে অনুগ্রহ পেয়েছি তার জন্য আজ আমরা ঈশ্বরের উপাসনা ও ধন্যবাদে সময় কাটায়। আসুন আমরা ওই অনুগ্রহটি যাতে আগের থেকে আরও বেশি করে বিতরণ করতে পারি তার চ্যালেঞ্জ নিতে এবং মহান কর্মভার নিয়ে জীবন কাটাতে প্রাথনা করি।
এই অসাধারণ একটা দিনে, আমরা ক্রস, খালি সমাধি এবং তা যা সব আমাদের দিয়েছে তার ধ্যানে সময় বায় করবো। এছাড়াও আসুন আমরা "চলুন শিষ্য তৈরী করি...." এই বিষয়েও ধ্যান করি। যীশু (ঈসা) তাঁর শিষ্যদের কাছে যে প্রকৃত সুসমাচার দিয়েছিলেন, তা হলো একটি অনুগ্রহের সুখবর অন্যদের বিতরণ করা, তা শুধু নিজেই গ্রহণ করা নয়। ফল ধরাতে, যীশু (ঈসা) তাঁর শিষ্যদের অন্যদের শিষ্য তৈরী করতে সজ্জিত করেছিলেন। আমরা এটাকে কার্যকরী বলতে পারি কারণ তারা যে শিষ্য তৈরী করেছিল তারাও শিষ্য তৈরী করছিল। আর তাই এটি দুই হাজার বছর ধরে গৃহীত হয়েছে। কিন্তু সম্ভবত প্রতিটি প্রজন্মের মধ্যে, অবশ্যই আমাদের মধ্যেও, কখনো কখনো আমাদের প্রচারিত সুসমাচারেও পরিবর্তন ঘটে দূষিত হয়েপড়ে। প্রকৃতপক্ষে সঠিক ফলনশীল ফলের পরিবর্তে, আমরা বীজহীন আঙ্গুর চাষ করি। আমরা যে অনুগ্রহ পেয়েছি তার জন্য আজ আমরা ঈশ্বরের উপাসনা ও ধন্যবাদে সময় কাটায়। আসুন আমরা ওই অনুগ্রহটি যাতে আগের থেকে আরও বেশি করে বিতরণ করতে পারি তার চ্যালেঞ্জ নিতে এবং মহান কর্মভার নিয়ে জীবন কাটাতে প্রাথনা করি।
ধর্মগ্রন্থ
About this Plan

আপনি যদি জানেন যে এটিই আপনার জীবনের শেষ সপ্তাহ, তাহলে তা কিভাবে ব্যয় করবেন? পৃথিবীতে মানব রূপে যীশুর/ঈসার শেষ সপ্তাহটি স্মরণীয় বিভিন্ন মুহূর্ত, ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা, একান্তে প্রার্থনা, গভীর আলোচনা, প্রতীকী কাজ এবং জগৎকে বদলে দেওয়া ঘটনাবলী দ্বারা পূর্ণ ছিল। পুনরুত্থানের ঠিক আগের সোমবার এই Life.Church বাইবেল পাঠ পরিকল্পনাটি শুরু করার মাধ্যমে প্রতিদিন আপনার সামনে সেই পবিত্র সপ্তাহের ঘটনাবলী একের পর এক উন্মোচিত হবে।
More
আমরা এই পাঠ পরিকল্পনাটি প্রদানের জন্য Life.Church কে ধন্যবাদ জানাই। Life.Church সম্বন্ধে আপনি আরও জানতে চাইলে, দয়া করে দেখুন: www.life.church