ইস্টারের কাহিনীনমুনা
বুধবার
যীশুর/ঈসার একটি শেষ অনুরোধ। তিনি জানতেন পরের দিন তাঁকে কিসের মুখোমুখি হতে হবে, কিন্তু তাঁর শেষ প্রার্থনা তাঁর নিজের জন্য নয়, কিন্তু আপনার জন্য। আমাদের সকলের জন্য। যীশু তাঁর অনুসারীদের জন্য প্রার্থনা করেন। আমাদের জন্য যীশুর প্রার্থনাই হলো ঈশ্বরের/আল্লাহর ইচ্ছার একটি অপূর্ব জানালা। এই সপ্তাহে যীশুর/ঈসার প্রার্থনা একটি উত্তর হউন। কিভাবে তা পর পর তাঁর প্রার্থনার মাধমে জানুন। এই সপ্তাহান্তে, যেমন বিশ্বব্যাপী চার্চ/জামাত তাঁর পুনরুত্থান উদযাপন করতে একত্রিত হচ্ছে। আসুন ঈশ্বরের/আল্লাহর সাথে একাত্ম হওয়ার এবং একে অপরের সাথে এক হওয়ার উপায় সন্ধান করি। যিশুর/ঈসার প্রার্থনাকে আপনার প্রার্থনা করুন, তাহলে জগৎ তার মহিমা দেখতে পাবে এবং আমাদের একাত্তত্বা এবং ঈশ্বরের/আল্লাহর ভালোবাসার মাধ্যমে তাঁকে জানতে পারবে।
যীশুর/ঈসার একটি শেষ অনুরোধ। তিনি জানতেন পরের দিন তাঁকে কিসের মুখোমুখি হতে হবে, কিন্তু তাঁর শেষ প্রার্থনা তাঁর নিজের জন্য নয়, কিন্তু আপনার জন্য। আমাদের সকলের জন্য। যীশু তাঁর অনুসারীদের জন্য প্রার্থনা করেন। আমাদের জন্য যীশুর প্রার্থনাই হলো ঈশ্বরের/আল্লাহর ইচ্ছার একটি অপূর্ব জানালা। এই সপ্তাহে যীশুর/ঈসার প্রার্থনা একটি উত্তর হউন। কিভাবে তা পর পর তাঁর প্রার্থনার মাধমে জানুন। এই সপ্তাহান্তে, যেমন বিশ্বব্যাপী চার্চ/জামাত তাঁর পুনরুত্থান উদযাপন করতে একত্রিত হচ্ছে। আসুন ঈশ্বরের/আল্লাহর সাথে একাত্ম হওয়ার এবং একে অপরের সাথে এক হওয়ার উপায় সন্ধান করি। যিশুর/ঈসার প্রার্থনাকে আপনার প্রার্থনা করুন, তাহলে জগৎ তার মহিমা দেখতে পাবে এবং আমাদের একাত্তত্বা এবং ঈশ্বরের/আল্লাহর ভালোবাসার মাধ্যমে তাঁকে জানতে পারবে।
About this Plan
আপনি যদি জানেন যে এটিই আপনার জীবনের শেষ সপ্তাহ, তাহলে তা কিভাবে ব্যয় করবেন? পৃথিবীতে মানব রূপে যীশুর/ঈসার শেষ সপ্তাহটি স্মরণীয় বিভিন্ন মুহূর্ত, ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা, একান্তে প্রার্থনা, গভীর আলোচনা, প্রতীকী কাজ এবং জগৎকে বদলে দেওয়া ঘটনাবলী দ্বারা পূর্ণ ছিল। পুনরুত্থানের ঠিক আগের সোমবার এই Life.Church বাইবেল পাঠ পরিকল্পনাটি শুরু করার মাধ্যমে প্রতিদিন আপনার সামনে সেই পবিত্র সপ্তাহের ঘটনাবলী একের পর এক উন্মোচিত হবে।
More
আমরা এই পাঠ পরিকল্পনাটি প্রদানের জন্য Life.Church কে ধন্যবাদ জানাই। Life.Church সম্বন্ধে আপনি আরও জানতে চাইলে, দয়া করে দেখুন: www.life.church