ইস্টারের কাহিনীনমুনা

শুক্রবার
পল ফিলিপীয়দের পত্র ৩ এ লিখেছিলেন যে তিনি চেয়েছিলেন "মসীহকে আর তাঁর পুনরুত্থানের শক্তিকে জানতে এবং তাঁর দুঃখভোগের ভাগীদার হয়ে, তাঁর মৃত্যুকালীন তাঁর মতো হতে।" যদিও এই ভয়ঙ্কর দৃশ্যটি অনুভব করা অসম্ভব বলে মনে হয়। আমরা যাতে সঠিক ভাবেই মসিহকে জানতে পারি তা এই গল্পের অলৌকিক প্রদর্শন। যখন আমরা সব হিংস্রতার মাঝে শান্তি, আনন্দ, নির্মলতা আর অনুগ্রহ কে জ্বলতে দেখি, আপনি তখন তাঁর মতই তাঁর মৃত্যুকালীন সৌন্দর্য দেখতে পাবেন। কতো সহজভাবে তাঁর জীবন সম্পূর্ণভাবেই ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। তাঁর পার্থিব কোনও যত্ন ছিল না কিন্তু একটি মা ছিলেন, যাঁকে তিঁনি তাঁর প্রিয় বন্ধুরমতো ভরসা করতেন। তাঁর একমাত্র সম্পদ একটি জামা, যা পাহারাদারদের জুয়ার সম্পদ হয়েছিল। সেই সরলতা। সেই সচ্ছতার কেন্দ্রবিন্দু। ঈশ্বরের উদ্দেশ্যের প্রতি সেই ভক্তি। পিতার প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা। যা দীর্ঘ দিনের জন্য বিশেষকিছু।
পল ফিলিপীয়দের পত্র ৩ এ লিখেছিলেন যে তিনি চেয়েছিলেন "মসীহকে আর তাঁর পুনরুত্থানের শক্তিকে জানতে এবং তাঁর দুঃখভোগের ভাগীদার হয়ে, তাঁর মৃত্যুকালীন তাঁর মতো হতে।" যদিও এই ভয়ঙ্কর দৃশ্যটি অনুভব করা অসম্ভব বলে মনে হয়। আমরা যাতে সঠিক ভাবেই মসিহকে জানতে পারি তা এই গল্পের অলৌকিক প্রদর্শন। যখন আমরা সব হিংস্রতার মাঝে শান্তি, আনন্দ, নির্মলতা আর অনুগ্রহ কে জ্বলতে দেখি, আপনি তখন তাঁর মতই তাঁর মৃত্যুকালীন সৌন্দর্য দেখতে পাবেন। কতো সহজভাবে তাঁর জীবন সম্পূর্ণভাবেই ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। তাঁর পার্থিব কোনও যত্ন ছিল না কিন্তু একটি মা ছিলেন, যাঁকে তিঁনি তাঁর প্রিয় বন্ধুরমতো ভরসা করতেন। তাঁর একমাত্র সম্পদ একটি জামা, যা পাহারাদারদের জুয়ার সম্পদ হয়েছিল। সেই সরলতা। সেই সচ্ছতার কেন্দ্রবিন্দু। ঈশ্বরের উদ্দেশ্যের প্রতি সেই ভক্তি। পিতার প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা। যা দীর্ঘ দিনের জন্য বিশেষকিছু।
About this Plan

আপনি যদি জানেন যে এটিই আপনার জীবনের শেষ সপ্তাহ, তাহলে তা কিভাবে ব্যয় করবেন? পৃথিবীতে মানব রূপে যীশুর/ঈসার শেষ সপ্তাহটি স্মরণীয় বিভিন্ন মুহূর্ত, ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা, একান্তে প্রার্থনা, গভীর আলোচনা, প্রতীকী কাজ এবং জগৎকে বদলে দেওয়া ঘটনাবলী দ্বারা পূর্ণ ছিল। পুনরুত্থানের ঠিক আগের সোমবার এই Life.Church বাইবেল পাঠ পরিকল্পনাটি শুরু করার মাধ্যমে প্রতিদিন আপনার সামনে সেই পবিত্র সপ্তাহের ঘটনাবলী একের পর এক উন্মোচিত হবে।
More
আমরা এই পাঠ পরিকল্পনাটি প্রদানের জন্য Life.Church কে ধন্যবাদ জানাই। Life.Church সম্বন্ধে আপনি আরও জানতে চাইলে, দয়া করে দেখুন: www.life.church