ইস্টারের কাহিনীনমুনা

বৃহস্পতিবার
মসীহের প্রথম অনুসারীর জায়গায় নিজেকে ভাবুন যিনি তাঁর মৃত্যুর সময়ে সেখানে ছিলেন। আপনার হৃদয় ভেঙ্গেযাবে। আপনার মন দৌড়াবে। ইহুদীদের রাজার প্রতি যা ঘটতে চলেছে, তার কাছে এই সব কিছুই না। তিঁনি সবকিছু সঠিক ভাবে স্থির করে রেখেছিলেন। যা ভাঙ্গা ছিলো জোড়ালাগানো হলো। যা হারিয়ে গেছিলো পুনরুদ্ধার হলো। কিন্তু এখন, মনে হচ্ছে, সব হারিয়ে গেছে। সবকিছুই ভেঙ্গে গেছে। কোনো কিছুই ঠিক নেই। ক্রস আর খালি কবরের মাঝের সময়ের মধ্যে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। আশা চলে যাওয়ার পরে। করুণা আসার আগে। সেই অনুভূতিকে আপনার প্রার্থনার জ্বালানি করে তার জন্য প্রার্থনা করুন যিনি প্রতিদিন এর মাঝে বাসকরেন। ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করুন কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় এবং আপনার এ সপ্তাহের ইস্টার উপাসনায় তাদের আমন্ত্রণ জানান।
মসীহের প্রথম অনুসারীর জায়গায় নিজেকে ভাবুন যিনি তাঁর মৃত্যুর সময়ে সেখানে ছিলেন। আপনার হৃদয় ভেঙ্গেযাবে। আপনার মন দৌড়াবে। ইহুদীদের রাজার প্রতি যা ঘটতে চলেছে, তার কাছে এই সব কিছুই না। তিঁনি সবকিছু সঠিক ভাবে স্থির করে রেখেছিলেন। যা ভাঙ্গা ছিলো জোড়ালাগানো হলো। যা হারিয়ে গেছিলো পুনরুদ্ধার হলো। কিন্তু এখন, মনে হচ্ছে, সব হারিয়ে গেছে। সবকিছুই ভেঙ্গে গেছে। কোনো কিছুই ঠিক নেই। ক্রস আর খালি কবরের মাঝের সময়ের মধ্যে আজ কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। আশা চলে যাওয়ার পরে। করুণা আসার আগে। সেই অনুভূতিকে আপনার প্রার্থনার জ্বালানি করে তার জন্য প্রার্থনা করুন যিনি প্রতিদিন এর মাঝে বাসকরেন। ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করুন কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় এবং আপনার এ সপ্তাহের ইস্টার উপাসনায় তাদের আমন্ত্রণ জানান।
About this Plan

আপনি যদি জানেন যে এটিই আপনার জীবনের শেষ সপ্তাহ, তাহলে তা কিভাবে ব্যয় করবেন? পৃথিবীতে মানব রূপে যীশুর/ঈসার শেষ সপ্তাহটি স্মরণীয় বিভিন্ন মুহূর্ত, ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা, একান্তে প্রার্থনা, গভীর আলোচনা, প্রতীকী কাজ এবং জগৎকে বদলে দেওয়া ঘটনাবলী দ্বারা পূর্ণ ছিল। পুনরুত্থানের ঠিক আগের সোমবার এই Life.Church বাইবেল পাঠ পরিকল্পনাটি শুরু করার মাধ্যমে প্রতিদিন আপনার সামনে সেই পবিত্র সপ্তাহের ঘটনাবলী একের পর এক উন্মোচিত হবে।
More
আমরা এই পাঠ পরিকল্পনাটি প্রদানের জন্য Life.Church কে ধন্যবাদ জানাই। Life.Church সম্বন্ধে আপনি আরও জানতে চাইলে, দয়া করে দেখুন: www.life.church