যিরমিয় 47
47
ফিলিস্তিয়া
1মিশররাজ গাজা আক্রমণ করার আগে প্রভু পরমেশ্বর ফিলিস্তিয়া সম্বন্ধে আমাকে বলেছিলেন,#যিশা 14:29-31; যিহি 25:15-17; যোয়েল 3:4-8; আমোস 1:6-8; সফ 2:4-7; সখ 9:5-7 2দেখ, উত্তরদিকে উৎসারিত হচ্ছে জলধারা,উত্তাল নদীর মত সবেগে ভাসিয়ে দেবে সব,ভাসিয়ে দেবে সারা দেশ ও তার সর্বস্ব,শহর-নগর-জনপদ আর তার অধিবাসীবৃন্দ ভেসে যাবে সবই। সাহায্যের জন্য লোকেরা চীৎকার করে ডাকবে, তীব্র কান্নায় ভেঙে পড়বে সকলে।
3তারা শুনবে অশ্বখুরের আওয়াজ,
আর ধাবমান রথের শব্দ, শুনবে রথচক্রের ঘর্ঘর ধ্বনি।
এ মহাসঙ্কটে আতঙ্কে বিহ্বল পিতারা ভুলে যাবে আপন সন্তানদের প্রতি কর্তব্যের কথা,
নিজেকে বাঁচাতে ফিরেও তাকাবে না তাদের দিকে।
4ফিলিস্তিয়ার ধ্বংসের কাল আসন্ন,
আসন্ন সোর ও সীদোন থেকে বিচ্ছিন্ন হবার কাল,
যেখান থেকে আসে সমূহ সাহায্য।
ফিলিস্তিনী ও যারা ক্রীটের উপকূল থেকে এসেছে,
ধ্বংস করব তাদের সকলকে আমি, প্রভু পরমেশ্বর।
5গাজার অধিবাসীদের উপরে নেমে এসেছে সুগভীর দুঃখ,
আসকেলনের মানুষ হয়েছে স্তব্ধ।
ফিলিস্তিয়ার অবশিষ্ট মানুষেরা আর
কদিন করবে শোক?
6তুমি চীৎকার করে বল,
‘প্রভু পরমেশ্বরের তরবারি!
আর কতদিন তুমি মেতে থাকবে ধ্বংস লীলায়? ক্ষান্ত হও,
কোষবদ্ধ হও এবার, সেখানেই কর বিশ্রাম।’
7কিন্তু, কি করে ক্ষান্ত হবে সে,
যখন আমিই তাকে কাজের ভার দিয়েছি?
আসকেলন ও সাগরতীরবাসী সমস্ত লোককে
আঘাত হানার আদেশ দিয়েছি আমি।
Currently Selected:
যিরমিয় 47: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.