YouVersion Logo
Search Icon

যিরমিয় 46

46
জাতিবৃন্দের সম্পর্কে প্রভু পরমেশ্বরের নির্দেশ
1জাতিবৃন্দের সম্পর্কে প্রভু পরমেশ্বরের নির্দেশ এল আমার কাছে।
মিশর সম্পর্কে নির্দেশ
2যিহুদীয়ারাজ যিহোয়াকিমের রাজত্বের চতুর্থ বৎসরে ইউফ্রেটিস নদীর কাছে কর্কমীশে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার মিশররাজ নেকোকে পরাজিত করেন। এই মিশররাজ নেকোর সৈন্যবাহিনী সম্বন্ধে প্রভু পরমেশ্বর বললেন#যিশা 19:1-25; যিহি 29:1—32:32,
3মিশরী সৈন্যাধ্যক্ষেরা উচ্চৈঃস্বরে আদেশ দিচ্ছে,
‘প্রস্তুত কর তোমাদের ঢাল এগিয়ে চল রণক্ষেত্রে!
4সজ্জিত কর তোমাদের অশ্ব,
হে অশ্বারোহীবৃন্দ,আরোহণ কর অশ্বে।
সারিবদ্ধভাবে দাঁড়াও, মস্তকে দাও শিরস্ত্রাণ!
সুতীক্ষ্ণ কর তোমাদের বর্শা, বর্ম পরিধান কর!
5কিন্তু এ আমি কি দেখছি? জিজ্ঞাসা করলেন,
প্রভু পরমেশ্বর, ওরা যে ত্রাসে, ভয়ে পিছু হঠছে!
পরাজিত হচ্ছে ওদের বীর যোদ্ধারা।
উদ্‌ভ্রান্ত হয়ে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে, পিছনে ফিরেও তাকাচ্ছে না।
চারিদিকে শুধু ভয়, আতঙ্কের বিভীষিকা!
6দ্রুতপায়ে যারা দৌড়াচ্ছে, পালাতে পারবে না তারা,
যোদ্ধারাও পারবে না পালিয়ে বাঁচতে,
উত্তরে ইউফ্রেটিসের তীরে তারা
উছোট খেয়ে পড়ছে।
7ও কে? নীলনদের মত যার অভ্যুত্থান হচ্ছে,
সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যার দুরন্ত বেগে?
8ও যে মিশর, নীলনদেরই মত উৎসারিত হয়ে
বন্যার বেগে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব!
মিশর বলল, আমি উত্তাল হব, প্লাবিত করব ধরণীতল,
ধ্বংস করব নগর-জনপদ ও তার অধিবাসীদের।
9হে অশ্বারোহীবাহিনী, ধাবিত হও সবেগে, সারথিবৃন্দ,
রথ চালনা কর তীব্র গতিতে, রণক্ষেত্রে ছুটে চল সৈন্যবাহিনী!
হে সুদান ও লিবিয়ার সৈনিক, ঢাল তুলে ধর,
লিডিয়ার নিপুণ ধনুর্ধরেরা তুলে নাও ধনুর্বাণ,
আক্রমণ কর সবেগে।
10সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আজ প্রতিশোধ নেবার দিন,
শত্রুকুলকে দণ্ড দেবার দিন।
তাঁর তরবারি গ্রাস করবে তাদের পূর্ণতৃপ্ত না হওয়া পর্যন্ত,
আকণ্ঠ পান করবে তাদের শোণিত ধারা।
উত্তর দেশের ইউফ্রেটিস নদীতীরে আজ
বলি উৎসর্গ করবেন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।
11ওগো মিশরের কুমারী কন্যা, গিলিয়দে#46:11 গিলিয়দ–8:22 পদ। যাও,
নিয়ে এস ওষুধ। ব্যর্থ হয়েছে তোমাদের সমস্ত প্রতিষেধক,
কিছুই নিরাময় করতে পারেনি তোমাদের।
12জাতিবৃন্দ শুনেছে তোমাদের আর্তস্বর,
ধরণীর বুকে উঠেছে তার প্রতিধ্বনি,
এক যোদ্ধা ঝাঁপিয়ে পড়ছে অপর যোদ্ধার উপরে
তারপর ধরাশায়ী হচ্ছে দুজনেই।
নেবুকাডনেজারের আগমন
13রাজা নেবুকাডনেজার যখন মিশর আক্রমণ করতে এলেন,
সেই সমস্ত প্রভু পরমেশ্বরের বাণী এল আমার কাছে। তিনি বললেন,#যির 43:10-13
14মিশরের শহরে-নগরে ঘোষণা কর এ কথা,
ঘোষণা কর মিগ্‌দোল, মেমফিস আর তফনহেষে বল,
আত্মরক্ষার জন্য প্রস্তুত হও,
যুদ্ধে ধ্বংস হয়ে যাবে তোমাদের সর্বস্ব!
15কেন তোমাদের শক্তিধর দেবতা আপিস-এর হল পতন?
প্রভু পরমেশ্বর আঘাত করেছেন তাকে।
16তোমাদের সৈন্যরা উছোট খেয়ে পড়ছে,
তারা পরস্পর বলছে, ‘শীঘ্র চল,
দেশে ফিরে যাই আপনজনের কাছে,
শত্রুর তরবারি থেকে বাঁচাই নিজেকে।’
17মিশররাজকে নতুন নাম দাও,
গোলযোগকারী ঐ ব্যক্তি সুযোগ নষ্ট করেছে!
18আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমিই রাজা,
আমি জাগ্রত ঈশ্বর, তাবোর পর্বত যেমন ছাড়িয়ে যায় সমস্ত পর্বত শীর্ষ
সমুদ্রপৃষ্ঠেরও অনেক উপরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কার্মেল পর্বত,
তেমনি মহাশক্তিধর সেও, যে আসছে তোমাদের আক্রমণ করতে।
19প্রস্তুত হও হে মিশরবাসী, বন্দীরূপে নির্বাসনে যাবার জন্য প্রস্তুত হও!
মেমফিস পরিণত হবে মরুভূমিতে,
পরিণত হবে বিধ্বস্ত স্থানে,
যেখানে বাস নেই কারও।
20মিশর একটা সুন্দর গাভীর মত, উত্তর দিক থেকে উড়ে আসা
একটা ডাঁশ মাছি তাকে আক্রমণ করছে।
21তার ভাড়াটে সৈন্যেরা পর্যন্ত গোবৎসের মত অসহায়,
রুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারছে না তারা,
পিছন ফিরে পালাচ্ছে।তাদের সর্বনাশের দিন,
ধ্বংসের দিন সমুপস্থিত।
22শত্রুসেনা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মিশর পালিয়ে গেছে
সাপের মত আওয়াজ করতে করতে।
বনের গাছগুলি কেটে ফেলে কাঠুরিয়া যেমন ধ্বংস করে নিবিড় অরণ্য,
তেমনি তারা কুঠার দিয়ে তাকে আক্রমণ করেছে।
23অসংখ্য তাদের লোকজন,
সৈন্যসংখ্যা পঙ্গপালকেও ছাড়িয়ে যায়।
24মিশরের মর্যাদা আজ ধূলায় লুণ্ঠিত,
উত্তরদেশবাসীকে দিয়ে পরাজিত করা হবে তাকে।
আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
25সর্বধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেন, আমি মিশরের দেবতা ও রাজাসহ মিশরের সঙ্গে থিব্‌সের দেবতাকেও শাস্তি দিতে উদ্যত হয়েছি। মিশরের রামার উপরে যারা বিশ্বাস ও নির্ভর করে, তাদের সকলকে আমি শাস্তি দেব। 26তাদের যারা হত্যা করতে চায়, সেই ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে তাদের আমি তুলে দেব। পরে মিশর আবার আগের মত মানুষের বাসভূমি হয়ে উঠবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
প্রজাদের রক্ষায় পরমেশ্বরের প্রতিশ্রুতি
27হে আমার প্রজাবৃন্দ, ভীত হয়ো না তোমরা,
ভয়ে হয়ো না বিচলিত হে ইসরায়েল।
সুদূর দেশান্তর থেকে আমি উদ্ধার করে আনব তোমাদের,
সেই দেশ থেকে যেখানে তোমরা বন্দী হয়ে আছ।
তোমরা আবার ফিরে আসবে আপন গৃহে,
শান্তিতে করবে বাস। নিরাপদ হবে তোমরা,
আর কেউ তোমাদের ভয় দেখাবে না।#যির 30:10-11
28আমি আসব তোমাদের কাছে, রক্ষা করব তোমাদের।
যে সমস্ত জাতির মাঝে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম,
তাদের ধ্বংস করব আমি, কিন্তু তোমাদের ধ্বংস করব না।
জেনো, দণ্ড তোমরা পাবেই, তবে সে দণ্ড হবে ন্যায়সঙ্গত।
আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 46