YouVersion Logo
Search Icon

যিরমিয় 45

45
বারুকের কাছে ঈশ্বরের আশ্বাস
1যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের রাজত্বের তখন চতুর্থ বৎসর চলছে। সেই সময় আমি বারুককে দিয়ে সব কথা লিখিয়ে রাখলাম। তারপর আমি তাকে বললাম,#২ রাজা 24:1; ২ বংশা 36:5-7; দানি 1:1-2 2প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, বারুক, 3তুমি বলেছ, ‘ধিক্‌ আমাকে! প্রভু পরমেশ্বর আমার বিপদ ও সমস্যার সঙ্গে আরও দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছি, কোথাও শান্তি পাচ্ছি না।’
4কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, যা গড়ে তুলেছিলাম, তা ভেঙ্গে পেলেছি, যা রোপণ করেছিলাম, তা উৎপাটন করেছি। সারা জগৎ জুড়ে চলছে আমার এই ভাঙ্গা-গড়ার কাজ। 5তুমি কি নিজের জন্য কোনও বিশেষ সুবিধা চাও? না, তা চেয়ো না। সমগ্র মানবজাতির উপর আমি আনব মহা বিপর্যয়। কিন্তু, তুমি যেখানেই যাও না কেন, অন্ততঃপক্ষে নিজের জীবনটাকে বাঁচাতে পারবে, আমি, প্রভু পরমেশ্বর এ কথা বললাম।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 45