YouVersion Logo
Search Icon

যিরমিয় 48

48
মোয়াব
1সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মোয়াব সম্বন্ধে বলেছিলেন,
নেবোর অধিবাসীদের করুণা কর, তাদের শহর বিধ্বস্ত হয়ে গেছে!
কিরিয়াথয়িম শত্রুর হস্তগত,
ভেঙে পড়েছে তার দুর্ভেদ্য দুর্গ,
অধিবাসীরা চরম লজ্জায় নতমুখ।#যিশা 15:1—16:14; 25:10-12; যিহি 25:8-11; আমোস 2:1-3; সফ 2:8-11
2বিগত হয়েছে মোয়াবের ঐশ্বর্য সম্পদ,
দখল করেছে হিশবোন, মোয়াবী জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে।
মদমেনা শহর ধ্বংস হয়ে যাবে,
তরবারি মিটাবে তার শোণিত পিপাসা।
3হোরোনয়িমের মানুষ বলবে আর্তস্বরে চীৎকার করে,
‘সর্বনাশ! ধ্বংস, বিপর্যয়!’
4মোয়াব ধ্বংস হয়ে গেল, শোন তার সন্তানদের কান্না,
সে কান্না মোয়াব পর্যন্ত শোনা যাচ্ছে।
5হোরোনয়িম থেকে সারাটি পথ
চাপাকান্নার করুণ শব্দে ভরা।
6তারা বলে, শীঘ্র প্রাণ নিয়ে পালাও,
দৌড়াও মরুভূমির বন্য গর্দভের মত!
7মোয়াব, তুমি নাকি নির্ভর করেছিলে আপন বাহুবল ও ঐশ্বর্যের উপর।
কিন্তু হায়, তুমি এবার বিজিত হবে, বন্দী হবে শত্রুর হাতে।
তোমার দেবতা কেমোশ যাবে নির্বাসনে,
সঙ্গে যাবে তার পুরোহিতেরা আর রাজপুরুষেরা।
8দুর্ধর্ষ এক শত্রু ঝাঁপিয়ে পড়বে প্রতিটি নগরে,
রেহাই পাবে না একটি নগরও ধ্বংসের হাত থেকে,
উপত্যকা ও সমভূমি দুই-ই ধ্বংস হয়ে যাবে।
আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।
9মোয়াবের জন্য স্থাপন কর একটি সমাধিফলক!
কারণ এ দেশ ধ্বংস হয়ে যাবে অচিরেই,
এর শহর-নগর পরিত্যক্ত হবে ধ্বংসস্তূপের মাঝে,
সেখানে আর বাস করবে না কেউ।
10(যে ব্যক্তি সর্বান্তঃকরণে ঈশ্বরের দেওয়া কর্মভার করে না সম্পন্ন, তাকে অভিসম্পাত কর! যে ব্যক্তি আপন তরবারি কোষবদ্ধ করে রাখে, অভিশাপ দাও তাকে।)
11প্রভু পরমেশ্বর বললেন, মোয়াব সব সময় নিরাপদে থেকেছে, কোনদিন তাকে নির্বাসনে যেতে হয়নি। মোয়াব হল সেই সুরার মত, যা কোনদিন একটি পাত্রে থেকে অন্য পাত্রে ঢালা হয়নি। এর সুগন্ধ নষ্ট হয়নি কোনদিন, স্বাদও বিকৃত হয়নি কখনও।
12তাই এবার সেই সময় আসছে, যখন আমি মোয়াবকে সুরার মত ঢালার জন্য লোক পাঠাব। তারা সমস্ত সুরা ঢেলে নিয়ে পাত্র শূন্য করে দেবে এবং ভেঙ্গে দেবে সেই পাত্রগুলি। 13তখন দেবতা কেমোশ সম্বন্ধে মোয়াবীদের মোহ ভঙ্গ হবে, যেমন বেথেল সম্বন্ধে একদিন ইসরায়েলীদের মোহভঙ্গ হয়েছিল। এই দেবতার উপর তাদের একান্ত আস্থা ছিল।
14হে মোয়াববাসী, কেন তোমরা নিজেদের বীর বলে দাবী কর?
যুদ্ধেই তো পরীক্ষা হয় সাহসী সৈনিকের।
15মোয়াব ও তার জনপদ হবে বিধ্বস্ত,
নিহত হবে তার বীর যুবকেরা।
আমিই রাজা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর,
আমি বললাম এই কথা।
16মোয়াবের বিনাশ আসন্ন,
এর ধ্বংসের আর দেরী নেই।
17তোমরা যারা এর প্রতিবেশী,
যারা জান তার খ্যাতির কথা,
শোক কর এই জাতির জন্যে, বল,
‘ভেঙ্গে পড়েছে এর সুদৃঢ় শাসন ব্যবস্থা,
এর গৌরব ও পরাক্রম আর নাই।’
18হে দীবোনবাসী, নেমে এস তোমার সম্মানের আসন থেকে,
উপবেশন কর ধুলার উপরে।
মোয়াবের ধ্বংসকারী সম্মুখে তোমার,
বিধ্বস্ত করেছে সব দুর্গ।
19হে অরোয়ের নিবাসী, পথের ধারে দাঁড়িয়ে থাক,
অপেক্ষা কর সেখানে।
যারা পলায়ন করেছে, জিজ্ঞাসা কর তাদের,
জেনে নাও কি ঘটনা ঘটেছে।
20তারা বলবে, মোয়াবের ঘটেছে পতন, তার জন্যে কাঁদো,
অবমাননায় লুণ্ঠিত সে।
ঘোষণা কর অর্ণোন নদীর সারা অঞ্চলে–—
‘বিধ্বস্ত হয়েছে মোয়াব’।
21-25দণ্ড নেমে এসেছে সমতলভূমির উপরেও। দণ্ড নেমে এসেছে হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো, বেথ-দিবলাথয়িম, বেথ-মিয়োন, করিয়োথ, বসরা ইত্যাদি মোয়াবের সমস্ত নগরের উপর। মোয়াবের বাহুবল খর্ব করা হয়েছে, বিনষ্ট করা হয়েছে তার গরিমা। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
26প্রভু পরমেশ্বর বললেন, মোয়াব আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাই তাকে এমন মাতাল করে দাও যেন সে নিজের বমিতে গড়াগড়ি দেয়, আর লোকে তাকে উপহাস করে। 27মোয়াব, ইসরায়েলীদের তুমি কিভাবে পরিহাস করেছ, সে কথা একবার মনে করে দেখ। তাদের সঙ্গে তুমি এমন ব্যবহার করেছ, যেন তারা চুরির দায়ে ধরা পড়েছে। 28হে মোয়াবের অধিবাসী, তোমরা শহর ছেড়ে বেরিয়ে এস। যাও, পাহাড়ে গিয়ে বাস কর। কপোতের মত গিরিগুহায় বাসা বাঁধ। 29মোয়াব অত্যন্ত গর্বিত! আমি শুনেছি তার প্রচণ্ড গর্ব, তার ঔদ্ধত্য আর উন্নাসিকতার কথা।নিজের সম্বন্ধে তার উচ্চ ধারণার কথা। 30আমি, প্রভু পরমেশ্বর, জানি তারা উদ্ধত। তাদের গর্ব অন্তঃসারশূন্য, কর্ম নিষ্ফল। 31সেইজন্য আমি মোয়াবের প্রতিজনের জন্য কাঁদব, কাঁদব কীর-হেরসের মানুষের জন্য। 32হে সিরমার দ্রাক্ষালতা, আমি যাসেরের চেয়ে তোমার জন্য বেশী হাহাকার করব। তোমার শাখা মরুসাগর পার হয়ে যাসেরের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। কিন্তু এবার তোমার গ্রীষ্মঋতুর ফল আর তোমার দ্রাক্ষাফলের উপর লুণ্ঠনকারীরা ঝাঁপিয়ে পড়েছে। 33সুফলা মোয়াবের কাছ থেকে সুখ আর আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। তোমাদের দ্রাক্ষাকুঞ্জে আর সুরার ধারা বয় না, কেউ আর হর্ষধ্বনি দিয়ে দ্রাক্ষা পেষণ করে না।
34হিসবোন আর ইলিয়ালীর মানুষ কাঁদছে। সুদূর যাহস থেকে তাদের কান্না শোনা যাচ্ছে। সোয়র থেকে সুদূর হেরোনিয়ম আর ইগ্‌লৎ সালিশীয়া পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। নিম্রীমের জলধারা পর্যন্ত শুকিয়ে গেছে। 35দেবস্থানে হোমবলি উৎসর্গ করা এবং তাদের দেবতাদের কাছে বলি উৎসর্গ করা আমি বন্ধ করে দেব। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম। 36এবার মোয়াব ও কীর-হেরসের মানুষের জন্য আমার মন কাঁদছে। যেন বাঁশীর সুরে অন্ত্যেষ্টিক্রিয়ার বিষাদ সঙ্গীত গেয়ে বলছে, তার সঞ্চিত ধনদৌলত সর্বস্ব গেছে! 37তারা সকলে শোকে চুল-দাড়ি কেটে ফেলেছে, নিজেদের হাতে ক্ষত সৃষ্টি করেছে এবং চট পরেছে। 38মোয়াবের সমস্ত বাড়ির ছাদে ও চকের সব জায়গায় শোনা যাচ্ছে বিলাপের ধ্বনি। কারণ একটি অবাঞ্ছিত পাত্রের মত আমি মোয়াবকে ভেঙ্গে ফেলেছি। 39মোয়াব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল! দেখ, কি ভাবে তারা কাঁদছে! মোয়াব লাঞ্ছিত হয়েছে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর প্রতিবেশী জাতিসমূহ তাকে নিয়ে করছে ব্যঙ্গ-পরিহাস।
40প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি জাতি ঈগল পাখির মত ডানা মেলে মোয়াবের উপরে নেমে আসবে, 41এবং শহর ও দুর্গসমূহ দখল করে নেবে। সেদিন তার যোদ্ধৃবর্গ ভয়ার্ত হয়ে উঠবে প্রসব বেদনাতুরা নারীর মত। 42আমার বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে মোয়াব ধ্বংস হয়ে যাবে, একটি জাতিরূপে সে আর কোনদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। 43মোয়াবের লোকদের জন্য সন্ত্রাস, ফাঁদ ও গভীর খাদ অপেক্ষা করে আছে। প্রভু পরমেশ্বর বলেছেন, 44সন্ত্রাসের হাত থেকে যে পালিয়ে বাঁচতে চাইবে সে খাদে পড়বে। আর যে খাদ থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে, কারণ প্রভু পরমেশ্বর মোয়াবের ধ্বংসের সময় নির্ধারণ করে রেখেছেন। 45অসহায় উদ্বাস্তুরা হিসবোনে আশ্রয়ের আশায় দাঁড়িয়ে আছে, কারণ হিসবোনে আগুন জ্বলছে, সীহোনের রাজপ্রাসাদ থেকে লেলিহান অগ্নিশিখা বেরিয়ে আসছে। মোয়াবের সীমান্ত প্রদেশ এবং যুদ্ধপ্রিয় মোয়াবীদের পর্বতচূড়া গ্রাস করেছে সেই অগ্নি। 46তোমরা মোয়াববাসীদের করুণা কর। যারা কেমোশের পূজা করত, তারা ধ্বংস হয়ে গেছে এবং তাদের পুত্রকন্যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
47কিন্তু সেইদিন আসবে যেদিন প্রভু পরমেশ্বর আবার মোয়াবকে সমৃদ্ধ করবেন। প্রভু পরমেশ্বর যা কিছু বলেছেন, সবই মোয়াবের উপরে ঘটবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 48