মিশররাজ গাজা আক্রমণ করার আগে প্রভু পরমেশ্বর ফিলিস্তিয়া সম্বন্ধে আমাকে বলেছিলেন, দেখ, উত্তরদিকে উৎসারিত হচ্ছে জলধারা,উত্তাল নদীর মত সবেগে ভাসিয়ে দেবে সব,ভাসিয়ে দেবে সারা দেশ ও তার সর্বস্ব,শহর-নগর-জনপদ আর তার অধিবাসীবৃন্দ ভেসে যাবে সবই। সাহায্যের জন্য লোকেরা চীৎকার করে ডাকবে, তীব্র কান্নায় ভেঙে পড়বে সকলে।