YouVersion Logo
Search Icon

BibleProject | আগমনী ভাবনাSample

BibleProject | আগমনী ভাবনা

DAY 5 OF 28

বাইবেলের আশা যীশুর উপর নির্ভরশীল কারণ একমাত্র তিনিই তাঁর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে, যারা তাঁর উপর নির্ভর করে, তাদের মনে “জীবন্ত আশা” যোগাতে সক্ষম। অর্থাৎ যীশু আমাদের যে আশা দেন, তা “জীবন্ত” কারণ তিনি নিজেই জীবিত এবং তাঁর সাথে কাটানোর জন্য তিনি আমাদের অনন্ত জীবন দান করেন। যখন আমরা তাঁর উপর আশা রাখব, তখন আমরা নিরাশ হব না এবং তাঁর সাথে চিরকাল বাস করব।

পড়ুন:

১ পিতর ১:৩-৫

চিন্তা করুন:

এই অংশটি পাঠ করার সময় আপনি কী কী লক্ষ্য করেন?

লক্ষ্য করুন, এই অংশটি হল ঈশ্বরকে সম্বোধন করে বলা একটি আশীর্বাদের বার্তা। সময় নিন আর নিজের একটি প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ করুন।

Scripture

Day 4Day 6

About this Plan

BibleProject | আগমনী ভাবনা

বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।

More