YouVersion Logo
Search Icon

BibleProject | আগমনী ভাবনাSample

BibleProject | আগমনী ভাবনা

DAY 7 OF 28

বাইবেলীয় আশা শুধু মানবজাতির জন্য নয় বরং সকল সৃষ্টির জন্য। কীভাবে পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে একদিন পুনরুদ্ধার করা হবে, যীশুর পুনরুত্থান তার আভাস দিয়েছিল ।

পড়ুন:

রোমীয় ৮:১৮-৩৯

চিন্তা করুন:

বাইবেলের এই অংশ অনুযায়ী, ঈশ্বরের সন্তানেরা ও সমস্ত সৃষ্টি নির্দিষ্টভাবে কোন বিষয়টি বাস্তবায়িত হতে দেখার অপেক্ষা করছে? সেই দিন কোন বিষয়টি সম্পূর্ণ করা হবে? অবশেষে যখন এই আশা পরিপূর্ণতা পাবে, তখন পুরো সৃষ্টি দেখতে কেমন হবে বলে আপনি মনে করেন?

আপনি কি এখন কোনো বিষয় নিয়ে খুব যন্ত্রণাভোগ করছেন? আজকে বাইবেলের এই অংশটি কীভাবে আপনার এই যন্ত্রণার মধ্যে আপনাকে উৎসাহিত করছে?

About this Plan

BibleProject | আগমনী ভাবনা

বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।

More