BibleProject | আগমনী ভাবনাSample
হিব্রু ভাষায় শালোম শব্দের অর্থ হল শান্তি। এর মধ্য দিয়ে শুধুমাত্র দ্বন্দ্বের অনুপস্থিতিই নয় বরং সম্পূর্ণতা, পুনর্মিলন ও ন্যায্যতার উপস্থিতিও বোঝায়।
পড়ুন:
হিতোপদেশ ১৬:৭
চিন্তা করুন:
বাইবেল থেকে আপনি এই পর্যন্ত যা কিছু শিখেছেন, তার মধ্যে পাঁচটি অভ্যাসের (চিন্তা-ভাবনা, কাজ বা কথা) বিষয় উল্লেখ করুন, যা ঈশ্বরকে সন্তুষ্ট করে বলে আপনি বিশ্বাস করেন।
আপনি কী মনে করেন, এই অভ্যাসগুলো কীভাবে শত্রুদের মধ্যেও শান্তি স্থাপন করতে পারে?
Scripture
About this Plan
বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More