BibleProject | আগমনী ভাবনাSample
প্রেরিত পৌল জেলে বসে ফিলিপীয়দের কাছে চিঠি লিখেছিলেন। কষ্ট কী তা তিনি খুব ভালো করেই জানেন কিন্তু ঈশ্বরের শান্তি কী তাও তিনি জানেন। এর কারণ বাইবেলভিত্তিক আশার মতই, বাইবেলভিত্তিক শান্তি, ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভরশীল নয় বরং ব্যক্তির উপর নির্ভরশীল। পৌল অনুসারীদের আহ্বান করেন যেন তারা সর্বদা প্রভুতে আনন্দ করে, প্রার্থনা করে, ধন্যবাদ দেয় এবং যেটা ভালো ও সত্য তা নিয়ে চিন্তা করে। পৌল আমাদের দেখান কীভাবে এই অভ্যাসগুলো, আমাদের অনেক বড় বড় সমস্যার মধ্যেও ঈশ্বরের শান্তি উপভোগ করার দিকে নিয়ে যায়।
পড়ুন:
ফিলিপীয় ৪:১-৯
চিন্তা করুন:
ফিলিপীয় ৪:১-৯ পদে পৌল যে সকল নির্দেশনা দিয়েছেন সেগুলোর একটা তালিকা তৈরি করুন (যেমন, “প্রভুতে স্থির থাক” “ঐক্যে বসবাস কর” ইত্যাদি)।
আপনার তালিকাটা ভালো করে লক্ষ্য করুন এবং কল্পনা করুন যে আপনার তালিকার প্রত্যেকটি বিষয়বস্তু আপনি আপনার স্বভাবে পরিণত করছেন। অভ্যাসগুলোকে বাস্তবে আপনার জীবনে প্রয়োগ করলে তা দেখতে কেমন হবে? আপনি কী মনে করেন, এই অভ্যাসগুলো কীভাবে আমাদের ঈশ্বরের শান্তি উপভোগের অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে?
৭ ও ৯ পদ পর্যালোচনা করুন। পদগুলো পড়ার সময় আপনি কী কী লক্ষ্য করছেন? পদগুলো আমাদের ঈশ্বরের শান্তির সুরক্ষণশীল স্বভাব সম্পর্কে কী বলে? এখন তাঁর এই সুরক্ষার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।
Scripture
About this Plan
বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More