BibleProject | আগমনী ভাবনাSample

বাইবেলের প্রথম পৃষ্ঠায় ঈশ্বর বলেন যে এই পৃথিবী উত্তম, তাই স্বাভাবিকভাবেই ঈশ্বর যে ভালো জিনিসগুলো সৃষ্টি করেছেন তাতে মানুষ আনন্দ পায়। কিন্তু বাইবেলের কাহিনি আমাদের দেখায় যে কেমন করে এই পৃথিবী আমাদের নিজেদের স্বার্থপরতার কারণে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই এখন এখানে আছে মৃত্যু ও ক্ষতি। তাই এত শত বিশৃঙ্খলা ও দুঃখের মাঝে মানুষ কীভাবে আনন্দ উপভোগ করতে পাারবে? চারপাশের এত মানসিক চাপ ও অশান্তির মধ্যেও বাইবেল, আনন্দ নিয়ে একটি অন্যরকম দৃষ্টিভঙ্গি প্রদান করে। ঈশ্বর তাঁর লোকদের ভবিষ্যত পরিণতি নিয়ে যে প্রতিজ্ঞাগুলো করেছেন, সেগুলোই তাদের মনের আনন্দকে ধরে রাখে, তাদের বর্তমান পরিস্থিতি নয়। যেমন ধরুন, ঈশ্বর যখন ইস্রায়েল জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, তখন তারা জয়ধ্বনি করেছিল, যদিও ঈশ্বর তাদের যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, তারা তখনও সেই দেশ থেকে অনেক দূরে, মরুভূমির মধ্যে অবস্থান করছিল।
পড়ুন
গীতসংহিতা ১০৫:৪২-৪৩, যাত্রাপুস্তক ১৫:১-৩
চিন্তা করুন:
ঈশ্বরের কোন্ কোন্ প্রতিজ্ঞা আজকে আপনাকে আনন্দ করতে সাহায্য করে?
প্রতিক্রিয়াস্বরূপ, আপনার কাছে করা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে উদযাপন করাতে একটি প্রার্থনা লিখুন বা সেটি গানের মত করে গেয়ে শোনান।
Scripture
About this Plan

বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More
Related Plans

Growing Your Faith: A Beginner's Journey

Made New: Rewriting the Story of Rejection Through God's Truth

Be the Man They Need: Manhood According to the Life of Christ

God in 60 Seconds - Fun Fatherhood Moments

Heaven (Part 1)

Hebrews: The Better Way | Video Devotional

Heaven (Part 3)

Drawing Closer: An Everyday Guide for Lent

Experiencing Blessing in Transition
