BibleProject | আগমনী ভাবনাSample

যীশু তাঁর অনুসারীদের শিক্ষা দেন যে “যখন লোকেরা আমাকে অনুসরণ করার জন্য তোমাদের প্রত্যাখ্যান করে বা অত্যাচার করে, তখন আনন্দ কর ও খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য যে পুরষ্কার রাখা আছে তা অনেক বড়।” যীশুর শিক্ষায় আমরা দেখি যে সত্যিকারের আনন্দ কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে কারণ এটা ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। এটা ঈশ্বরের উপর এবং ঈশ্বরের লোকদের জন্য তিনি যে অনন্ত ভবিষ্যতের প্রতিজ্ঞা করেছিলেন, তার উপর নির্ভরশীল।
পড়ুন:
মথি ৫:১১-১২, প্রেরিত ১৩:৫০-৫২, ইব্রীয় ১২:১-৩
চিন্তা করুন:
বাইবেলের এই অংশ অনুযায়ী কষ্টকর ও হুমকিস্বরূপ পরিস্থিতিতেও কীভাবে আমাদের আনন্দকে ধরে রাখা যায়?
ইব্রীয় ১২:১-৩ পর্যালোচনা করার জন্য কিছু সময় ব্যয় করুন। যীশু এত বেশি যন্ত্রণা সহ্য করতে পেরেছিলেন কারণ তিনি তাঁর যন্ত্রণার ওপারে যে মহা আনন্দ রয়েছে তা দেখতে পাচ্ছিলেন। এই অংশে যীশুর অনুসারীদের আহ্বান করা হয়েছে যেন তারা যীশুর উপর তাদের দৃষ্টি স্থির রেখে কষ্ট সহ্য করে। এর মধ্য দিয়ে তিনিই তাদের সামনে রাখা সেই আনন্দের কারণ হয়ে উঠেন। আপনার কী মনে হয়, বাস্তবে “তোমাদের চোখ যীশুর উপর স্থির রাখার” অর্থ কী?
আপনার চিন্তাকে আপনার হৃদয় থেকে ঈশ্বরের উদ্দেশ্যে করা প্রার্থনায় পরিণত করুন।
About this Plan

বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More
Related Plans

Healing BLESS Communities

Love.Life.Impact - the Believer's Mandate

Imitators of God

Dealing With Your Inner Critic
![[Be a Gentleman] Authenticity](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F58099%2F320x180.jpg&w=640&q=75)
[Be a Gentleman] Authenticity

Why People Lose the Kingdom

Love Is Not Provoked

The Book of Galatians With Kyle Idleman: A 6-Day RightNow Media Devotional

God's Inheritance Plan: What Proverbs 13:22 Actually Means
