BibleProject | আগমনী ভাবনাSample
যিশাইয় নবি ইস্রায়েলের মুক্তিদাতার আগমন দিনের অপেক্ষায় ছিলেন । যিশাইয় নবির ভবিষ্যদ্বাণী যীশুর আগমনের মধ্য দিয়ে পূরণ হয়েছিল। এই কারণেই স্বর্গদূতেরা যখন যীশুর জন্মকে "সুসংবাদ যা মহা আনন্দ নিয়ে আসে" হিসাবে ঘোষণা করেছিল তা এত তাৎপর্যপূর্ণ।
পড়ুন:
লূক ২:৯-১১
চিন্তা করুন:
কেন রাখালেরা ভয় পেয়েছিল বলে আপনার মনে হয় ?
স্বর্গদূতেরা তাদের কী কারণ দিয়েছিল, যাতে তারা ভয় পাওয়ার পরিবর্তে আনন্দ করতে পারে?
আজকে আপনি কী কী বিষয় নিয়ে ভয় পাচ্ছেন? যীশুর বিষয়ে স্বর্গদূতেরা যে সুসংবাদ ঘোষণা করেছিলেন, তা আজকে আপনার ভয়ের কারণগুলোর প্রতি কী বার্তা দিতে পারে? এখন আপনার এই চিন্তাকে ঈশ্বরের উদ্দেশ্যে একটি প্রার্থনায় পরিণত করুন।
Scripture
About this Plan
বাইবেল প্রজেক্ট এই আগমনী চিন্তা গুলো তৈরি করেছে যাতে ব্যক্তিবর্গ, ছোট দল ও পরিবারগুলোকে উদ্বুদ্ধ করা যায়, ও তারা যীশুর আগমন উদযাপন করতে পারে। এই চার সপ্তাহের পরিকল্পনায় রয়েছে, অ্যানিমেশন ভিডিও, সংক্ষিপ্ত বিবরণ ও চিন্তামূলক প্রশ্ন, যাতে অংশগ্রহণকারীদের আশা, শান্তি, আনন্দ ও ভালোবাসা, এই চার শব্দের বাইবেলীয় অর্থ বিশ্লেষণ করতে সাহায্য করা যায়। এই চারটি গুণাবলী কীভাবে যীশুর মাধ্যমে এই পৃথিবীতে এসেছে তা আবিষ্কার করতে এই অধ্যয়ন পরিকল্পনাটি বেছে নিন।
More