কেবল যীশুSample
কেবল যীশু – যিনি বিশ্বস্ত
আপনি কি কখনও এ রকম একটি প্রতিজ্ঞার অভিজ্ঞতা লাভ করেছেন যখন আপনার কাছে কেউ প্রতিজ্ঞা করেও তা রক্ষা করেনি।হতে পারে আপনি কারও কাছে কোনও প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেও পরিস্থিতিগুলি সহযোগিতা না করার জন্য আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি এবং আপনি লোকদের হতাশ করেছিলেন। উভয় ক্ষেত্রেই প্রতিজ্ঞাগুলির অর্থ হচ্ছে রক্ষা করা এবং মানুষ হিসাবে, আমরা যতই কথা রাখার চেষ্টা করি না কেন, আমরা সাধারণতঃ আমাদের প্রতিশ্রুতিগুলি রক্ষা করতে ব্যর্থ হই। অপর দিকে, ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর নির্মাণকর্তা, আমাদের স্বর্গীয় পিতা, তাঁর কথাগুলি রক্ষা করেন।বিশ্বস্ত হিসাবে যীশুকে আরও ভালভাবে বুঝতে হলে আমাদের তাঁর পিতাকে আরও কাছ থেকে দেখতে হবে যিনি যে কোনও এবং সমস্ত বিশ্বস্ততার উৎস। বিশ্বস্ততার হিব্রু শব্দটি হচ্ছে “ইমিউনা” – অবিচল, অপরিবর্তনীয়, দৃঢ়।যদি অন্য যে কোনও আরাধ্য দেবতার থেকে ঈশ্বরকে পৃথক করার কোনও বৈশিষ্ট্য থাকে তাহলে সেটি হচ্ছে – বিশ্বস্ততা।
তিনি তাঁর বাক্যের প্রতি বিশ্বস্ত। তিনি তাঁর লোকদের প্রতি বিশ্বস্ত। যারা তাঁকে অনুসরণ করার বিষয়টি বেছে নিয়েছে তাদের প্রতি তিনি বিশ্বস্ত। আমাদের ঈশ্বর এই প্রকৃতির।
আপনি যদি ঈশ্বরের বিশ্বস্ততার প্রতি সন্দেহ করেন – তাহলে আপনার চারিদিকে এবং আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন। তাঁর বিশ্বস্ততাই আমাদেরকে বিনাশের হাত থেকে বাঁচিয়ে রেখেছে।
আজকের শাস্ত্র পাঠে যীশুর উজ্জ্বল রূপ গ্রহণের বর্ণনা করা হয়েছে। এই কাজটি যীশুর মৃত্যু এবং পুনরুত্থানের প্রতি পরিচালিত হওয়ার বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কারণ এটি যীশুর পরিচিতি প্রমাণ করে, যীশুর ব্যবস্থার এবং ভাববাদীদের সম্পূর্ণতা প্রমাণ করে এবং তাঁর বাক্যের প্রতি ঈশ্বরের বিশ্বস্ততার বিষয়টি প্রমাণ করে।
আমরা যখন আদিপুস্তক থেকে মালাখি পর্য্যন্ত বাইবেল সংক্রান্ত বর্ণনা পাঠ করি তখন আমরা পুনরাবৃত্ত একটি চক্র দেখতে পাই। চক্রটি হচ্ছে – এক বিশ্বস্ত ঈশ্বর তাঁর প্রজাদের বাঁচার জন্য কতগুলি আদেশ দিচ্ছেন, অবিশ্বস্ত লোক যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, নিজেকে আঘাতকারী প্রতিক্রিয়া, কষ্টভোগ, অনুতাপসহ ক্রন্দন, ক্ষমার মাধ্যমে ঈশ্বরের সাড়াদান এবং তাঁর প্রজাদের পুনরুদ্ধার। মানুষের অসংগতি এবং পাপপূর্ণতার মধ্যে ঈশ্বর বিশ্বস্ত থেকেছিলেন। বাইবেলের পুরাতন নিয়মে যীশুর বিষয়ে ৫৫টি ভাববাণী আছে।তাঁর জীবন, তাঁর জন্ম, তাঁর ছোটবেলা, তাঁর কাজ, তাঁর রাজ্য এবং আরও অন্যান্য বিষয়।বিস্ময়কর বিষয়টি হচ্ছে যে যীশুর বিষয় একটি অথবা দুটি নয় কিন্তু সমস্ত ভাববাণীগুলি সম্পূর্ণ হয়েছিল। আমাদের পিতা ঈশ্বর হচ্ছেন তাঁর কথার প্রত্যেকটি দিক থেকে প্রতিজ্ঞা রক্ষাকারী।তিনি মসীহকে পাঠানোর প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি আমাদের ব্যর্থ হতে দেননি। এর থেকেও অধিক বিষয়টি হচ্ছে আমাদের রক্ষা করার জন্য এবং তাঁর কাছে আমাদের পুনরুদ্ধার করার জন্য তিনি তাঁর নিজের পুত্রকে পাঠিয়েছিলেন। একমাত্র ঈশ্বর আমাদের বিষয়ে এত গভীরভাবে চিন্তা করতে পারেন যে তিনি সমগ্র মানবজাতিকে তাঁর পরিবারে দত্তক হিসাবে গ্রহণ করার জন্য তাঁর একমাত্র পুত্রের জীবনকে বলিদান হিসাবে উৎসর্গ করেও তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন।
প্রার্থনা: প্রিয় প্রভু, আমরা প্রার্থনা করি যে আমরা যেন আমাদের প্রাণের প্রতিটি সময় তোমার বিশ্বস্ততা স্মরণ করি। তুমি আমাদের জন্য যা কিছু করেছ তা আমরা যেন ভুলে না যাই এবং সামনে আসন্ন সমস্ত কিছুর জন্য আমরা যেন তোমার উপর আস্থা রাখি। তোমার বিশ্বস্ততার জন্য আমি তোমাকে ভালবাসি পিতা যা বংশ পরম্পরায় স্থায়ী হয়।যীশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।
Scripture
About this Plan
এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।
More