কেবল যীশুSample
কেবল যীশু – জীবন সম্পূর্ণকারী
সম্পূর্ণতার অর্থ হচ্ছে সুখ, তৃপ্তির অন্বেষণ করা অথবা কোনও কিছু সম্পূর্ণ করার অনুভূতি লাভ করা। খ্রীষ্টের অনুগামী হিসাবে আমাদের কাছে এর অর্থ কিছুটা ভিন্ন।আমাদের জীবন দশটি বিভিন্ন বিষয়ে ব্যস্ত হতে পারে অথবা আমরা এমন একটি মন্থর গলির মধ্যে থাকতে পারি যেখানে প্রত্যেক দিন যথেষ্ট দ্রুতগতি বলে মনে নাও হতে পারে। উভয় ভাবেই আমরা যদি খ্রীষ্টের অনুগামী হিসাবে ঈশ্বর কতৃক প্রদত্ত উদ্দেশ্য খুঁজে পাই তাহলে আমাদের জীবন অসীমভাবে পরিপূর্ণ হবে। যীশু ব্যতীত আমাদের জীবন অর্থহীন, আমাদের জীবন কাউকে প্রভাবিত করবে না এবং আমাদের জীবনে সম্পূর্ণতার অভাব হবে।
আজকের বাইবেলের অনুচ্ছেদগুলিতে যীশুকে তিনটি সাধারণ উপমায় বা রূপকে নিজেকে প্রকাশ করতে দেখি যার সঙ্গে আমরা সকলে সম্পর্কযুক্ত হতে পারি।
যোহন ৬ অধ্যায়ে তিনি বলেছেন যে তিনিই হচ্ছেন জীবন রুটি এবং যে কেউ তাঁর কাছে যায় সে কখনও ক্ষুধার্ত হবে না অথবা তৃ্ষ্ণার্ত হবে না। যীশু রুটির রূপকের মাধ্যমে আমাদেরকে তাঁকে “প্রধান” করতে বলেছেন।আমাদের ঘরের লোকদের জন্য রুটি যেমন গুরুত্বপূর্ণ সেইভাবে যীশুও আমাদের অস্তিত্ব রক্ষার বিষয়ে অপরিহার্য।তাঁকে আমাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করার মধ্যে দিয়ে, আমরা অনন্ত জীবন লাভ করি। যখন মৃত্যুর পরবর্তী জীবন আমাদের চূড়ান্ত গন্তব্য পথের বিষয়টিকে সুনিশ্চিত করে সেহেতু আমাদের প্রাত্যহিক জীবন আনন্দপূর্ণভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে যাপন করার জন্য আমাদের যীশুকে প্রয়োজন। যীশুর সঙ্গে প্রতিদিন চলার পথে আমরা কত উদ্দেশ্যপূর্ণ। আমরা কি তাঁর সঙ্গে একা থাকার জন্য সময় বের করে নিই, আমরা কি প্রার্থনাকে এবং আমাদের আরাধনার সময় সূচীকে প্রাধান্য দিই? যীশু কি আপনার কাছে প্রধান না কি তিনি আপনার কাছে শুধু একটি নৈতিক সমর্থন মাত্র?
যোহন ১০:১০ পদে বলা হয়েছে যে শত্রু চুরি, হত্যা এবং বিনাশ করতে আসলেও, তিনি জীবনের উপচয় দিতে এসেছেন।যীশু এখানে যে রূপকটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে মেষের রূপক। তিনি নিজেকে মেষদের জন্য দ্বার এবং মেষপালকের সঙ্গে তুলনা করেছেন এবং আমরা হচ্ছি তাঁর মেষ। মেষরা হচ্ছে ভীষনভাবে সামাজিক পশু যাদের নিরাপত্তা, পুষ্টি এবং প্রতিপালনের জন্য দলের মধ্যে পরস্পরকে প্রয়োজন হয়।যীশু প্রাথমিকভাবে বলতে চাইছেন যে প্রাচুর্যতার ছবি হিসাবে চারণভূমির অভিজ্ঞতা লাভ করতে হলে আমাদিগকে অবশ্যই খ্রীষ্ট কেন্দ্রীক সমাজের মধ্যে থাকতে হবে। প্রাচুর্যতা বা উপচয় শব্দটি বাইবেলে অধিকাংশ ক্ষেত্রে ঈশ্বরকে এবং তাঁর প্রেম, বিশ্বস্ততা এবং দয়ার বিষয়টি উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে যে উপচয় শব্দটির সঙ্গে উদারতার সংযোগ আছে যেমন ২ করিন্থীয় ৯ অধ্যায়ে বলা হয়েছে, যে প্রচুর বীজ বপন করে সে প্রচুর শস্য সংগ্রহ করবে।খ্রীষ্টান হিসাবে আমাদের কাছে উপচয়ের বিষয়টি হচ্ছে সামাজিক প্রাসঙ্গিকতার মধ্যে অভিজ্ঞতা লাভ করা যেখানে আমরা যে আশীর্ব্বাদ লাভ করেছি তার দ্বারা আমরা অন্যদের আশীর্ব্বাদ করি।আমরা যদি আমাদের আশীর্ব্বাদকে নিজেদের জন্য ধরে রাখি তাহলে আমরা উপচয়ের অভিজ্ঞতা লাভ করতে পারবো না।আমরা কীভাবে অন্যদের আশীর্ব্বাদ করবো সেই বিষয় আমরা যদি হিসাবী হই – তাহলে আমাদের অতিরিক্ত থাকবে না।আমরা যদি যে কোনও মূল্যে সমাজকে এড়িয়ে চলি, তাহলে আমরা আমাদের উপচয়ের সহভাগিতা করার সুযোগ পাব না – তাহলে আমরা আত্ম-সংযমহীন এবং নিজের দিকে মনোযোগ দানে আগ্রহী ব্যক্তিতে পরিণত হব।
যোহন ১৫ অধ্যায় ৪ পদে, যীশু নিজেকে দ্রাক্ষালতার সঙ্গে তুলনা করেছেন, তাঁর পিতা হচ্ছেন কৃষক অথবা দ্রাক্ষাক্ষেত্রের মালিক এবং আমরা হচ্ছি শাখা।তিনি ২ পদে বলেছেন, যে শাখায় ফল ধরে তা তিনি ভালভাবে পরিষ্কার করেন যাতে তা আরও অধিক ফলবান হয়।সুতরাং এই বিষয়টি ইঙ্গিত করে যে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবন ফলবান হতে হলে আমাদের অবশ্যই নির্দিষ্ট সময়ান্তরে পরিষ্কৃত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে হবে। পরিষ্করা করার সময় গাছ আহত হলেও এটি গাছের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই ভাবে আমাদের জীবনে ঈশ্বর আমাদের যথা সময়ে পরিষ্কৃত করণের মধ্যে দিয়ে নিয়ে যান যাতে আমরা ক্রমাগত তাঁর স্বরূপতা লাভ করি এবং ফল বহন করি। এটি আমাদের জন্য ঈশ্বরের গভীর ভালবাসার প্রমাণ।আমরা যে রকম সেই রকম আমাদের থাকতে দেওয়ার বিষয়ে ঈশ্বর আমাদের অত্যন্ত ভালবাসেন। আগ্রহপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের ফলবান হওয়ার বিষয়ে আমরা নিজেরা খুব একটা অভিজ্ঞতা লাভ করতে পারি না কারণ আমরা সাধারণত পরিষ্কৃত করণের সঙ্গে সম্বন্ধযুক্ত সমস্যাগুলির অথবা আমাদের ব্যর্থতাগুলির যন্ত্রণায় ভুগতে থাকি কিন্তু আমাদের চারিদিকে যারা আছে তারা এই বিষয়টি অনুভব এবং পর্যবেক্ষণ করতে পারে। তারা আমাদের মধ্যে দয়া, আত্ম-সংযম,এবং ধৈর্য্যের ও সহিষ্ণুতার মত বৈশিষ্ট্যগুলি বিকশিত হতে দেখে এবং আমাদের মধ্যে তারা ভিন্ন কিছু অনুভব করে।
প্রার্থনা: প্রিয় প্রভু, আমার কাছে একজন প্রেমময় পিতা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি যে আমি যেন প্রতিদিন তোমার সঙ্গে চলতে পারি, উদারতার সঙ্গে জীবনযাপন করতে পারি এবং তুমি যখন আমাকে তোমার স্বরূপতায় রূপান্তরিত করছো তখন আমি যেন পরিবর্তিত হওয়ার বিষয়ে ইচ্ছুক হতে পারি। যীশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।
About this Plan
এই বিভ্রান্তির সময় আরও অধিকরূপে খ্রীষ্টকে জানার বিষয়টি বেছে নিন এবং অনিশ্চিত সময়ে ভয় না করে বিশ্বাসের বিষয়টি মনোনীত করুন। আমরা আশা করি যে আপনি যখন এই পরিকল্পনাটি পাঠ করবেন তখন প্রতিদিন আপনার জীবনে যাই আসুক না কেন আপনি গোপনে আস্থার সঙ্গে ভবিষ্যতে পদার্পণ করবেন।
More