YouVersion Logo
Search Icon

যোনা সংস্কৃতি ভগ্ন করাSample

যোনা সংস্কৃতি ভগ্ন করা

DAY 5 OF 5

আমাদের পৃথিবীতে এই সংস্কৃতি বহন করা

আমরা যখন সকলকে সঙ্গে নিয়ে চলার বিষয়, সহমর্মি এবং স্বার্থহীন হওয়ার বিষয় সচেতন হবো তখন আমাদের পক্ষে পারিপার্শ্বিক অবস্থা, তাদের চেহারা অথবা তাদের আচরণ নির্বিশেষে অন্য লোকদের সঙ্গে সম্বন্ধ এবং সংযোগ করার বিষয়টি অনেক সহজতর হয়ে যাবে। আমরা একটি সাধারণ যুক্তি খুঁজে নিই এবং আমরা জানি ভালোবাসা পথ খুঁজে নেয়। আজকের দিনে ভালোবাসা সব থেকে গুরুত্বহীন এবং অতি ব্যবহৃত শব্দ কিন্তু এর প্রকৃত অর্থ কী? ভালোবাসা বা প্রেম হচ্ছে একটি ক্রিয়ামূলক শব্দ। লোকদের সেবা করা, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা এবং অতিরিক্ত পথ যাওয়ার মত বিষয়গুলি এই ধরণের ভালোবাসা ব্যাখ্যা করে। যাদের ভালোবাসা কঠিন তাদেরকে ভালোবাসা, যারা অকল্পনীয় তাদের ক্ষমা করা এবং যারা আমাদের প্রতি থুতু ফেলে তাদের জন্য প্রার্থনা করার বিষয়গুলি হচ্ছে বিরোধি-সংস্কৃতিমূলক বিষয় যা আমাদের স্বভাব এবং সহজাত প্রবৃত্তি বিরোধি। এটি অসম্ভব না হলেও – আমাদের ঈশ্বরের সাহায্যে আমরা তাঁর প্রেমে লোকদের ভালোবাসতে পারি। এই সংস্কৃতি কেবল আমাদের মণ্ডলীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না কিন্তু এটি এত গভীরভাবে আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে আমরা যেখানেই থাকি না কেন তা আমাদেরকে অনুসরণ করে, এই জায়গাগুলি হতে পারে একটি প্রশস্থ কক্ষ, একটি স্টুডিও, একটি কলেজ ক্যাম্পাস, আমাদের ব্যায়ামাগার অথবা PTA হতে পারে। প্রথম দৃষ্টিতে অনেকে আমাদের মধ্যে যীশুকে খুঁজে পাবে। তাদের প্রাথমিক ধারণা যেন এত ভাল হয় যে তারা যেন আরও অধিক জানতে চায়! তাঁর সম্পর্কে তারা যেন অধিক কৌতূহলী হয়।

Day 4

About this Plan

যোনা সংস্কৃতি ভগ্ন করা

বাইবেলকে আমাদের দর্পন হিসাবে ধরে নিয়ে আমাদের নিজেদের অধ্যয়ন করার জন্য যোনা পুস্তকটি একটি মহান উপায় এবং এর মাধ্যমে আমরা আমাদের গোপন সংস্কার এবং ত্রুটিগুলি আবিষ্কার করতে পারি এবং এছাড়াও আমরা আবিষ্কার করতে পারি ঈশ্বর আমাদের যেখানে স্থান দিয়েছেন সেখানে আমরা কীভাবে আরও ভালোভাবে ঈশ্বরের সেবা করতে পারি।

More