যোনা সংস্কৃতি ভগ্ন করাSample
দয়ার সংস্কৃতি
নীনবীর লোকেরা প্রথমে, ঈশ্বরের প্রেমপূর্ণ দয়া এবং করুণার অভিজ্ঞতা লাভ করেছিল। তিনি যখন তাদের প্রকৃত অনুতাপ দেখেছিলেন তখন তিনি তাদের বিনাশ করার বিষয়টির প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন।
যে লোকেরা তাদের পাপ এবং দুষ্টতার বিষয়ে এত কঠোর হয়েছিল তাদের ঈশ্বর এত সহজে ক্ষমা করে দেবেন সেই বিষয়টি যোনা মেনে নিতে পারেননি। তিনি ভুলেগেছিলেন যে তিনি তাঁর জীবনে এবং পরিচর্যা কাজে দ্বিতীয় সুযোগ পাওয়ার পর ঈশ্বরের অনুগ্রহ এবং পুনরুদ্ধার পেয়েছিলেন। আমাদের ক্ষেত্রেও কি কয়েক সময় একই ঘটনা ঘটে না? আমরা ভুলে যাই যে আমরা কীভাবে ক্ষমা পেয়েছি এবং আমরা অন্যদের দোষ, ভগ্নতা এবং তাদের চালচলনের উপর ফোকাস করি, এবং তাদের সম্পর্কে অথবা তাদের যাত্রার বিষয় কিছু না জেনেই আমরা অতি দ্রুত তাদের কঠোর বিচার করি। পক্ষপাতিত্ব একটি বিষাক্ত বৈশিষ্ট্য যা গভীরভাবে আঘাত করে এবং সম্পর্কের মৃত্যুর কারণ হয়। আমরা যেন কখনও ভুলে না যাই যে আমাদের ঈশ্বর দ্বিতীয় সুযোগের ঈশ্বর, তিনি কোনও পরিমাপ না করেই ক্ষমা করেন এবং তিনি আমাদের ভীষণ ভালোবাসেন। আমরা যেন প্রত্যেকটি সময় দয়ার বিষয়টিকে বেছে নিই এবং আমাদের মন থেকে বিচার করার মানসিকতাকে এবং মনোভাবকে সচেতনভাবে সরিয়ে দিই। এর জন্য মনের শৃঙ্খলা এবং পবিত্র আত্মা কতৃ্ক চালিত মনের নবায়নের প্রয়োজন হয়।
যীশু আমাদের মত পাপপূর্ণ মানুষের সঙ্গে সিদ্ধ ঈশ্বরের মিলন করিয়ে দেবার জন্য পৃথিবীতে এসেছিলেন। এখন তিনি আমাদের কাছে এই সম্মিলিত করার পরিচর্যা কাজের ভার দিয়েছেন যেখানে আমরা লোকদের তাঁর কাছে পরিচালিত করি যাতে তারা তাদের সৃষ্টিকর্তার সঙ্গে সম্মিলিত হতে পারে। আমরা যখন পক্ষপাত দেখাই তখন লোকদের পক্ষে আমাদের মধ্যে ঈশ্বরকে দেখা অসম্ভব হয়ে যায় এবং আমরা অনিচ্ছাকৃতভাবে আমাদের এবং আমরা যার জন্য চিন্তা করি তার মধ্যে একটি দেওয়াল তৈরী করি। প্রেরিত পিতরের কয়েক প্রকারের মাংস ভোজন করার বিষয়ে সংরক্ষণ বা বিধিনিষেধ ছিল কারণ তিনি সেই সংস্কারের মধ্যেই বড় হয়েছিলেন, কিন্তু পবিত্র আত্মা তাঁকে অভিযুক্ত করেছিলেন এবং বুঝিয়ে ছিলেন যে তিনি যা কিছু কোনও সংরক্ষণ ছাড়া পবিত্র করেছেন তা যেন পিতর গ্রহণ করেন। অল্প সময় পরেই পিতর উপলব্ধি করেছিলেন যে এটি পবিত্র আত্মার কাজের একটি প্রস্তাবনা ছিল যা তিনি ইতিমধ্যেই পরজাতীয়দের হৃদয়ে করছিলেন এবং যার মাধ্যমে সুসমাচার প্রকৃতরূপে, পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত পৌঁছাবে। পিতর বাধ্য হয়েছিলেন এবং তিনি কর্ণীলিয় এবং তাঁর পরিবারের লোকদের মধ্যে পরিচর্য্যা করেছিলেন এবং এইরূপে মণ্ডলীর ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছিল।
পক্ষপাতিত্ব মণ্ডলীতে পবিত্র আত্মার অবাধ গমনাগমনকে নিবারিত করে। গ্রাহ্যতা এবং প্রেম সেতু গড়ে তোলে এবং পবিত্র আত্মাকে স্বাধীনভাবে রাজত্ব করতে দেয়।
About this Plan
বাইবেলকে আমাদের দর্পন হিসাবে ধরে নিয়ে আমাদের নিজেদের অধ্যয়ন করার জন্য যোনা পুস্তকটি একটি মহান উপায় এবং এর মাধ্যমে আমরা আমাদের গোপন সংস্কার এবং ত্রুটিগুলি আবিষ্কার করতে পারি এবং এছাড়াও আমরা আবিষ্কার করতে পারি ঈশ্বর আমাদের যেখানে স্থান দিয়েছেন সেখানে আমরা কীভাবে আরও ভালোভাবে ঈশ্বরের সেবা করতে পারি।
More