যোনা সংস্কৃতি ভগ্ন করাSample
যোনা বইটি কীভাবে অধ্যয়ন করতে হবে
অন্য সমস্ত গৌণ ভাববাদী পুস্তকগুলির থেকে যোনা পুস্তকটি অন্য প্রকারের কারণ অন্য বইগুলিতে হতাশা অথবা দুর্ভাগ্যের বাণী বড় একটা নেই। বইটি একজন প্রায় স্বল্প পরিচিত ভাববাদীর জীবনের একটা রচনার মতো এবং তাঁর জীবনের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার বিষয় এখানে বর্ণিত হয়েছে। এই বইটি হাতে ধরে থাকার অর্থ হচ্ছে আমাদের মুখের সামনে একটি আয়না ধরে থাকা এবং অনেক কাছ থেকে নিজেদের দেখা। প্রতিক্রিয়া এবং আচরণের দিক থেকে যোনা আমাদের থেকে পৃথক ছিলেন না। হতে পারে আমাদের জীবনে তেমন কোনও নাটকীয় ঘটনা ঘটেনি (মাছের পেটে চলে যাওয়া এবং তিনদিন পর মাছটির দ্বারা উদগীরন করা) কিন্তু কোনও একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে অপছন্দ করার বিষয়টি এবং তাঁর একটি অস্বাচ্ছন্দ্যকর পরিস্থিতির থেকে পালিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে আমরা নিজেদের নিশ্চিতভাবে সম্বন্ধযুক্ত করতে পারি। আমরা যখন এই বইটি পাঠ করি তখন আমরা নিজেদেরকে এত কাছ থেকে দেখতে পাই যে মনে হয় আমরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখছি এবং আমরা বুঝতে পারি যে আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করছি তা ঐক্য, শান্তি এবং ভালোবাসা তৈরি করে না। এই বিষয়গুলির উপর খ্রীষ্টের দেহ নির্ভর করে!
Scripture
About this Plan
বাইবেলকে আমাদের দর্পন হিসাবে ধরে নিয়ে আমাদের নিজেদের অধ্যয়ন করার জন্য যোনা পুস্তকটি একটি মহান উপায় এবং এর মাধ্যমে আমরা আমাদের গোপন সংস্কার এবং ত্রুটিগুলি আবিষ্কার করতে পারি এবং এছাড়াও আমরা আবিষ্কার করতে পারি ঈশ্বর আমাদের যেখানে স্থান দিয়েছেন সেখানে আমরা কীভাবে আরও ভালোভাবে ঈশ্বরের সেবা করতে পারি।
More