আদিপুস্তক 22

22
অব্রাহামের পরীক্ষা
1এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করার জন্য ডাকলেন, অব্রাহাম। অব্রাহাম উত্তর দিলেন, আজ্ঞে, বলুন প্রভু।#হিব্রু 11:17-19 2ঈশ্বর বললেন, তোমার একমাত্র পুত্র ইস্‌হাক, যাকে তুমি ভালবাস, তাকে নিয়ে তুমি মোরিয়া দেশে যাও এবং সেখানে যে পর্বতের কথা আমি বলব, সেই পর্বতের উপর তাকে বলিদান করে হোমানলে উৎসর্গ কর।#২ করি 3:1
3অব্রাহাম ভোরে উঠে হোমের জন্য কাঠ কেটে গাধার পিঠে চাপালেন, দুই জন দাস এবং পুত্র ইস্‌হাককে সঙ্গে নিলেন এবং হোমের জন্য কাঠ চেরাই করলেন। তারপর ঈশ্বর যে স্থানের কথা তাঁকে বলেছিলেন সেই স্থান অভিমুখে যাত্রা করলেন। 4তৃতীয় দিনে অব্রাহাম দূর থেকে সেই জায়গাটি দেখতে পেলেন। তখন তিনি তাঁর দাসদের বললেন, 5তোমরা গাধাটিকে এখানে থাক, আমি আমার পুত্রকে নিয়ে কিছু দূরে গিয়ে উপাসনা করব। পরে আবার তোমাদের কাছে ফিরে আসব। 6অব্রাহাম তাঁর পুত্র ইস্‌হাকের কাঁধে হোমের কাঠ চাপিয়ে দিলেন এবং নিজের হাতে আগুন ও খড়্গ নিয়ে দুজনে একসঙ্গে এগিয়ে চললেন। 7ইস্‌হাক তার পিতা অব্রাহামকে বলল, পিতা! অব্রাহাম বললেন, বল বৎস! ইস্‌হাক বলল, দেখুন, আগুন আর কাঠ তো রয়েছে, কিন্তু হোমের জন্য মেষশাবক কোথায়? 8অব্রাহাম বললেন, বৎস, ঈশ্বর নিজেই বলির জন্য মেষশাবকের ব্যবস্থা করে দেবেন। তাঁরা দুজনে এগিয়ে চললেন। 9ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে অব্রাহাম সেখানে একটি বেদী নির্মাণ করে তার উপরে কাঠ সাজালেন, তারপর তাঁর পুত্র ইস্‌হাককে বেঁধে বেদীর কাঠের উপর শুইয়ে দিলেন।#যাকোব 2:21 10তারপর তিনি তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে হাতে খড়্গ তুলে নিলেন। 11প্রভু পরমেশ্বরের দূত তখন অন্তরীক্ষ থেকে চীৎকার করে তাঁকে ডাকলেন, অব্রাহাম! অব্রাহাম! অব্রাহাম উত্তর দিলেন, আদেশ করুন প্রভু! 12দূত বললেন, বালকটির অঙ্গে তুমি হস্তক্ষেপ করো না, তার কোন ক্ষতি করো না, কারণ এবার আমি জানলাম যে তুমি ঈশ্বরকে সত্যিই সম্ভ্রম কর, আমার উদ্দেশে তুমি তোমার পুত্র—একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে দ্বিধা করো নি। 13অব্রাহাম তখন তাকিয়ে দেখলেন তাঁর পিছনে একটি মেষ রয়েছে, সেটির শিং ঝোপে আটকানো। অব্রাহাম সেই মেষটি নিয়ে এসে তাঁর পুত্রের পরিবর্তে বলিদান করে হোমানলে উৎসর্গ করলেন। 14অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন যিহোবাযিরে#22:14 অর্থ: প্রভু পরমেশ্বর সংস্থান করেন।। এই জন্য আজও লোকে বলে থাকে, প্রভু পরমেশ্বরের পর্বতে সংস্থান করা হবে।
15প্রভুর দূত দ্বিতীয়বার অন্তরীক্ষ থেকে অব্রাহামকে ডেকে বললেন, 16তুমি যেহেতু এই কাজ করলে, তোমার একমাত্র পুত্রকে উৎসর্গ করতে দ্বিধা করলে না, সেই হেতু প্রভু পরমেশ্বর বলছেন, আমি আমারই নামে শপথ করে বলছি,#হিব্রু 6:13-14 17আমি নিশ্চয়ই তোমাকে প্রচুর বর দান করব। আকাশের নক্ষত্ররাজি ও সমূদ্রতটের বালুকারাশির মত আমি তোমার বংশবৃদ্ধি করব। তোমার বংশধরেরা শত্রুদের পুরী অধিকার করবে।#হিব্রু 11:12 18তোমার বংশের মত আশীর্বাদ লাভের জন্য পৃথিবীর সকল জাতি বিনতি জানাবে।#প্রেরিত 3:25 কারণ তুমি আমার আদেশ পালন করেছ। 19অব্রাহাম তখন তাঁর দাসদের কাছে ফিরে গেলেন এবং সকলে মিলে বের-শেবায় ফিরে এলেন। তিনি সেখানেই বাস করতে লাগলেন।
20এই সমস্ত ঘটনার পরে অব্রাহাম সংবাদ পেলেন যে তাঁর ভাই নাহোরের স্ত্রী মিল্‌কারও সন্তানাদি হয়েছে। 21তাঁর জ্যৈষ্ঠ পুত্র ঊষ, তার ভ্রাতা বুষ ও অরামের পিতা কমুয়েল, 22কেষদ, হাজো, পিল্‌দাস, ইদ্‌লাফ, ও বথুয়েল। 23বথুয়েলের কন্যা রেবেকা। অব্রাহামের ভ্রাতা নাহোরের স্ত্রী মিল্‌কার গর্ভে উক্ত আটটি সন্তানের জন্ম হয়। এ ছাড়াও তাঁর উপপত্নী রুমার গর্ভে টেবহ্, গহম, তহশ ও মাখাহ্, জন্মগ্রহণ করে।

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

আদিপুস্তক 22: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക

আদিপুস্তক 22 - നുള്ള വീഡിയോ