YouVersion Logo
Search Icon

আইউব 39

39
1তুমি কি শৈলবাসী বন্য ছাগীগুলোর প্রসবকাল জান?
হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করতে পার?
2তারা কত মাস গর্ভধারণ করে,
তা কি নির্ণয় করতে পার?
তাদের প্রসবকাল কি জান?
3তারা হেঁট হয়, প্রসব করে,
অমনি দুঃখ ঝেড়ে ফেলে।
4তাদের বাচ্চাগুলো বলবান হয়,
তারা মাঠে বৃদ্ধি পায়, প্রস্থান করে,
আর ফিরে আসে না।
5কে বন্য গাধাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছে?
কে তাদের বন্ধন মুক্ত করেছে?
6আমি মরুভূমিতে তার বাড়ি করেছি,
লবণ-ভূমিকে তার নিবাস করেছি।
7সে নগরের কলরবকে পরিহাস করে,
চালকের আওয়াজ শোনে না।
8পর্বতশ্রেণী তার চারণভূমি;
সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে।
9বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে?
সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?
10তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার?
সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে?
11তার প্রচুর বলের জন্য তুমি কি তাকে বিশ্বাস করবে?
তোমার কাজ কি তাকে করতে দেবে?
12তুমি কি তার প্রতি এমন বিশ্বাস রাখবে যে,
সে তোমার শস্য আনবে, তা খামারে একত্র করবে?
13উট পাখির ডানা উল্লাস করে,
কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না।
14সে তো ভূমিতে তাঁর ডিম পারে,
ধুলায় উষ্ণ হতে দেয়।
15তার মনে থাকে না যে, হয়তো চরণে তা চূর্ণ করবে,
কিংবা বন্য পশু তা দলিত করবে।
16সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে,
প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে;
17যেহেতু আল্লাহ্‌ তাকে জ্ঞানহীন করেছেন,
তাকে বুদ্ধি দেন নি।
18সে যখন পাখা তুলে গমন করে,
তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।
19তুমি কি ঘোড়াকে শক্তি দিয়েছ?
তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?
20তাকে কি পঙ্গপালের মত লাফ দেওয়াতে পেরেছ?
তার নাসিকা ধ্বনির তেজ অতি ভয়ানক।
21সে উপত্যকায় খুর ঘসে,
নিজের বিক্রমে উল্লাস করে,
অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়।
22সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না,
তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না,
23তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে,
শাণিত বর্শা ও শূল আওয়াজ করে।
24সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে,
তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না।
25তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে,
দূর থেকে যুদ্ধের গন্ধ পায়,
সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে।
26তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে,
দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?
27তোমারই হুকুমনামায় কি ঈগল উপরে উঠে,
উঁচু স্থানে তার বাসা করে?
28সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা,
সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে।
29সেখান থেকে সে শিকার অবলোকন করে,
তার চোখ দূর থেকে তা নিরীক্ষণ করে।
30তার বাচ্চাগুলোও রক্ত চোষে,
যে স্থানে লাশ, সেই স্থানে সেও থাকে।
 

Currently Selected:

আইউব 39: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy