YouVersion Logo
Search Icon

আইউব 38

38
হযরত আইউবের প্রতি মাবুদের কথা
1পরে মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে জবাবে বললেন,
2এ কে, যে জ্ঞানহীন কথা দ্বারা মন্ত্রণাকে অন্ধকারে ঢেকে রাখে?
3তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;
আমি তোমাকে জিজ্ঞাসা করি,
তুমি আমাকে বুঝিয়ে দাও।
4যখন আমি দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করি,
তখন তুমি কোথায় ছিলে?
যদি তোমার বুদ্ধি থাকে তবে বল,
5তুমি কি জান, কে দুনিয়ার পরিমাণ নির্ধারণ করলো?
কে তার উপরে মানরজ্জু ধরলো?
6তার ভিত্তিগুলো কিসের উপরে স্থাপিত হল?
কে বা তার কোণের পাথর বসালো?
7তৎকালে প্রভাতীয় নক্ষত্রগুলো একসঙ্গে আনন্দধ্বনি করলো,
আল্লাহ্‌র পুত্ররা সকলে জয়ধ্বনি করলো।
8কে কবাট দিয়ে সমুদ্রকে রুদ্ধ করলো?
যখন তা বের হল, দুনিয়ার গর্ভাশয় থেকে বের হল?
9তৎকালে আমি মেঘকে তার বস্ত্র করলাম,
ঘন অন্ধকারকে তার আচ্ছাদন করলাম;
10আমি তার জন্য আমার বিধি নির্ধারণ করলাম,
অর্গল ও কবাট স্থাপন করলাম,
11বললাম, তুমি এই পর্যন্ত আসতে পার, আর নয়;
এই স্থানে তোমার তরঙ্গের গর্ব নিবারিত হবে।
12তুমি কি আজন্মকাল কখনও প্রভাতকে হুকুম দিয়েছ,
অরুণকে তার উদয় স্থান জানিয়েছ;
13যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে,
আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়?
14দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়,
সকলই কাপড়ের মত প্রকাশ পায়;
15দুষ্টদের থেকে আলো নিবারিত হয়,
আর তাদের উঁচু বাহু ভেঙ্গে যায়।
16তুমি কি সমুদ্রের উৎসে প্রবেশ করেছ?
জলধি-তলে কি পদার্পণ করেছ?
17তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হয়েছে?
তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখেছ?
18এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান?
বল, যদি সমস্তই জান।
19আলোর নিবাসে যাবার পথ কোথায়?
অন্ধকারেরই বা বাসস্থান কোথায়?
20তুমি কি তার সীমাতে তাকে নিয়ে যেতে পার?
তার বাড়ি যাবার পথ কি তুমি জান?
21আছ বৈ কি, তখন তো তোমার জন্ম হয়েছিল!
তোমার তো অনেক বয়স হয়েছে!
22তুমি কি তুষারের ভাণ্ডারে প্রবেশ করেছ,
সেই শিলাবৃষ্টির ভাণ্ডার কি তুমি দেখেছ,
23যা আমি সঙ্কটকালের জন্য রেখেছি,
সংগ্রাম ও যুদ্ধ দিনের জন্য রেখেছি?
24কোন্‌ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে,
ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?
অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে,
25বজ্র-বিদ্যুতের জন্য কে পথ করেছে,
26যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে,
জনশূন্য মরুভূমিতে বর্ষা হয়,
27যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়,
এবং কোমল ঘাস উৎপন্ন হয়?
28বৃষ্টির পিতা কেউ কি আছে?
শিশির-বিন্দুগুলোর জনকই বা কে?
29বরফ কার গর্ভ থেকে উৎপন্ন হয়েছে?
আকাশ থেকে যে তুষার পড়ে তার জন্ম কে দিয়েছে?
30পানি জমে পাথরের মত হয়,
জলধির মুখ কঠিন হয়ে যায়।
31তুমি কি কৃত্তিকা নক্ষত্রগুলোকে বাঁধতে পার?
কালপুরুষ নামে তারার কটিবন্ধ কি খুলতে পার?
32রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার?
সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার?
33তুমি কি আকাশমণ্ডলের অনুশাসন জান?
দুনিয়াতে তার কর্তৃত্ব কি নির্ধারণ করতে পার?
34তুমি কি মেঘ পর্যন্ত তোমার ধ্বনি তুলতে পার?
যেন অতিবৃষ্টি তোমাকে আচ্ছন্ন করে?
35তুমি কি বিদ্যুৎগুলো পাঠালে তারা যাবে?
তোমাকে কি বলবে, এই যে আমরা!
36কে অন্তঃকরণকে জ্ঞান দিয়েছে?
মনকে কে বুদ্ধি দিয়েছে?
37কে প্রজ্ঞাবলে মেঘগুলোকে গণনা করতে পারে?
আসমানের কুপাগুলো কে উল্টাতে পারে,
38যাতে ধূলা দ্রবীভূত ধাতুর মত গলে যায়,
ও মাটি জমাট বাঁধে?
39তুমি কি সিংহীর জন্য শিকার খোঁজ করবে?
সিংহের বাচ্চাদের ক্ষুধা কি নিবৃত্ত করবে,
40যখন তারা গুহামধ্যে শয়ন করে,
গুপ্ত স্থানে বসে শিকারের অপেক্ষায় থাকে?
41কে দাঁড়কাককে আহার জোগায়,
যখন তার বাচ্চাগুলো আল্লাহ্‌র কাছে আর্তনাদ করে,
ও খাদ্যের অভাবে ভ্রমণ করে?
 

Currently Selected:

আইউব 38: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy