YouVersion Logo
Search Icon

আইউব 40

40
1মাবুদ আইউবকে আরও বললেন,
2সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে?
আল্লাহ্‌র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।
মাবুদের প্রতি হযরত আইউবের কথা
3তখন আইউব জবাবে মাবুদকে বললেন,
4দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব?
আমি নিজের মুখে হাত দিই।
5আমি একবার কথা বলেছি, আর জবাব দেব না;
দুই বার বলেছি, পুনর্বার বলবো না।
হযরত আইয়ুুবের প্রতি মাবুদের আহ্বান
6মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে আরও বললেন,
7তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;
আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও।
8তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে?
নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?
9তোমার কি আল্লাহ্‌র মত বাহু আছে?
তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?
10তবে প্রাধান্যে ও মহত্বে বিভূষিত হও,
গৌরব ও মহিমা পরিধান কর।
11তোমার ভীষণ গজব ঢেলে দাও,
প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর;
12দেখামাত্র তার অহঙ্কার খর্ব কর,
দুষ্টদেরকে স্ব স্ব স্থানে দলিত কর;
13তাদেরকে একসঙ্গে ধূলিতে আচ্ছন্ন কর,
গুপ্ত স্থানে তাদের মুখ বন্ধ কর।
14তখন আমিও তোমার এই প্রশংসা করবো,
তোমার ডান হাত তোমাকে বিজয়ী করতে পারে।
15বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি;
সে গরুর মতই ঘাস খায়।
16দেখ, তার কোমরে তার বল,
উদরস্থ পেশীতে তার সামর্থ।
17সে এরস গাছের মত লেজ নাড়ে,
তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।
18তার অস্থিগুলো ব্রোঞ্জের নলের মত,
তার পাঁজর লোহার অর্গলবৎ;
19আল্লাহ্‌র কাজের মধ্যে সে অগ্রগণ্য;
তবুও তার নির্মাতা তলোয়ার নিয়ে তার কাছে যান।
20পর্বতমালা তার খাদ্য যোগায়;
সমস্ত বন্য পশুও সেই স্থানে ক্রীড়া করে।
21সে শয়ন করে পদ্মবনে,
নল-বনের অন্তরালে, জলাভূমিতে।
22পদ্ম গাছ তার নিচে তাকে আচ্ছাদন করে,
উপত্যকার বাইশি গাছ তার চারদিকে থাকে।
23দেখ, নদী উত্তাল হলে সে ভয় করে না,
জর্ডান ছাপিয়ে তার মুখে এসে পড়লেও সে সুস্থির থাকে।
24সে সজাগ থাকলে কে তাকে ধরতে পারে?
দড়ি দিয়ে কে তার নাসিকা ফুঁড়তে পারে?

Currently Selected:

আইউব 40: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy