যিশাইয় 42
42
সদাপ্রভুর দাস
1“এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি,
আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই;
আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব,
তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।
2তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না,
কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।
3তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,
এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না।
বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;
4তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,
যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।
দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”
5সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন,
সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন,
যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন,
যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন
ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:
6“আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;
আমি তোমার হাত ধরে থাকব।
আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে
প্রজাদের জন্য এক চুক্তি এবং
অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,
7যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,
কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়
এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।
8“আমি সদাপ্রভু; এই আমার নাম!
আমার মহিমা আমি অন্য কাউকে দেব না,
বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।
9দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে
এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি;
সেগুলি ঘটবার#42:9 হিব্রু: অঙ্কুরিত হওয়ার। পূর্বেই
আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।”
সদাপ্রভুর উদ্দেশে প্রশংসাগীতি
10সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,
দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,
তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,
পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।
11মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,
কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।
সেলা-র লোকেরা আনন্দে গান করুক;
পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।
12তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,
দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।
13পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু অভিযান করবেন,
যোদ্ধার মতোই তাঁর উদ্যম আলোড়িত হবে;
রণনাদে তিনি মহা চিৎকার করবেন
এবং তাঁর সব শত্রুর উপরে তিনি বিজয়ী হবেন।
14“দীর্ঘ সময় ধরে আমি নিশ্চুপ আছি,
আমি শান্ত থেকে নিজেকে দমন করেছি।
কিন্তু এখন, প্রসববেদনাতুরা স্ত্রীর মতো,
আমি চিৎকার করছি, হাঁপাচ্ছি ও দীর্ঘশ্বাস ফেলছি।
15আমি পাহাড় ও পর্বতগুলিকে বৃক্ষহীন করব
এবং তাদের সব গাছপালাকে শুকিয়ে ফেলব;
আমি নদীগুলিকে দ্বীপপুঞ্জে পরিণত করব
ও পুকুরগুলিকে শুকিয়ে ফেলব।
16আমি অন্ধদের, তাদের অজানা পথে চালাব,
অপরিচিত পথগুলিতে আমি তাদের পরিচালিত করব;
আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত
ও অসমতল স্থানকে মসৃণ করে দেব।
আমি এসব কাজ করব;
আমি তাদের পরিত্যাগ করব না।
17কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে,
যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’
চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।
অন্ধ ও বধির ইস্রায়েল
18“ওহে বধির সব, তোমরা শোনো;
ওহে যারা অন্ধ, তোমরা দেখতে থাকো!
19আমার দাস ছাড়া আর অন্ধ কে?
আমার প্রেরিত দূত ছাড়া আর বধির কে?
যে আমার প্রতি সমর্পিত, তার থেকে আর অন্ধ কে?
সদাপ্রভুর দাসের মতো অন্ধ আর কে আছে?
20তুমি অনেক কিছু দেখে থাকলেও কোনো মনোযোগ করোনি;
তোমার কান তো খোলা, কিন্তু তুমি কিছুই শুনতে পাও না।”
21সদাপ্রভু প্রীত হলেন,
তাঁর ধার্মিকতার গুণে
তাঁর বিধানকে মহৎ ও গৌরবান্বিত করতে।
22কিন্তু এই জাতির লোকেদের লুণ্ঠন করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে,
তারা সকলেই গর্তের ফাঁদে পড়েছে
অথবা তাদের কারাগারে লুকিয়ে রাখা হয়েছে।
তারাই লুণ্ঠনের বস্তু হয়েছে,
তাদের উদ্ধারকারী কেউই ছিল না;
তাদের লুণ্ঠনের বস্তু করা হয়েছে,
কেউ বলে না, “ওদের ফেরত পাঠাও।”
23তোমাদের মধ্যে কে একথা শুনবে?
মনোযোগ দিয়ে কে ভবিষ্যতের জন্য শুনে রাখবে?
24কে যাকোবকে লুণ্ঠনের বিষয় হওয়ার জন্য সমর্পণ করেছেন
এবং ইস্রায়েলকে লুণ্ঠনকারীদের হাতে সমর্পণ করেছেন?
তিনি কি সদাপ্রভু নন,
যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি?
কারণ তারা তাঁর পথসকলে চলতে চায়নি,
তারা তাঁর বিধান মান্য করেনি।
25তাই তিনি তাঁর প্রজ্বলিত ক্রোধ,
যুদ্ধের হিংস্রতা তাদের উপরে ঢেলে দিয়েছেন।
তা তাদের আগুনের শিখায় আবৃত করল, তবুও তারা বুঝতে পারল না;
তা তাদের গ্রাস করল, তবুও তারা শিক্ষা নিল না।
Currently Selected:
যিশাইয় 42: BCV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.