YouVersion Logo
Search Icon

যিশাইয় 41

41
ইস্রায়েলের সহায়ক
1“দ্বীপনিবাসী তোমরা, আমার সামনে নীরব হও!
জাতিসমূহ তাদের শক্তি নবায়িত করুক!
তারা সামনে এগিয়ে এসে কথা বলুক;
এসো, আমরা বিচারের স্থানে পরস্পর মিলিত হই।
2“পূর্বদিক থেকে একজনকে কে উত্তেজিত করেছে,
যাকে তাঁর সেবার জন্য ন্যায়সংগতভাবে আহ্বান করা হয়েছে?
তিনি জাতিসমূহকে তাঁর হাতে সমর্পণ করেন
এবং রাজাদের তাঁর সামনে অবনত করেন।
তাঁর তরোয়ালের দ্বারা তিনি তাদের ধুলায় মেশান,
তাঁর ধনুকের দ্বারা উড়ে যাওয়া তুষের মতো করেন।
3তিনি তাদের পশ্চাদ্ধাবন করে অক্ষত গমন করেন,
এমন এক পথে, যেখানে তাঁর চরণ পূর্বে গমন করেনি।
4কে এই কাজ করেছেন এবং তা করে গিয়েছেন,
প্রথম থেকেই প্রজন্ম পরম্পরাকে কে আহ্বান করেছেন?
এ আমি, সেই সদাপ্রভু, প্রথম ও শেষ,
কেবলমাত্র আমিই তিনি।”
5দ্বীপসমূহ তা দেখেছে এবং ভয় পায়;
পৃথিবীর প্রান্তসীমাসকল ভয়ে কম্পিত হয়।
তারা সম্মুখীন হয় ও এগিয়ে আসে;
6একে অপরকে সাহায্য করে
এবং তার প্রতিবেশীকে বলে, “বলবান হও!”
7শিল্পকর স্বর্ণকারকে উৎসাহ দেয়,
আর যে হাতুড়ি দিয়ে সমান করে,
সে নেহাইয়ের উপরে যন্ত্রণাকারীকে উদ্দীপিত করে।
সে জোড় দেওয়া ধাতুর বিষয়ে বলে, “ভালো হয়েছে।”
সে প্রতিমায় পেরেক ঠোকে, যেন তা নড়ে না যায়।
8“কিন্তু তুমি, আমার দাস ইস্রায়েল,
তুমি যাকোব, যাকে আমি মনোনীত করেছি,
তুমি আমার বন্ধু অব্রাহামের বংশ,
9আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি,
তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি।
আমি বলেছি, ‘তুমি আমার দাস’;
আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।
10তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
11“যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,
তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;
যারা তোমার বিরোধিতা করে,
তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।
12তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,
তুমি তাদের সন্ধান পাবে না।
যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।
13কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,
যিনি ধারণ করেন তোমার ডান হাত
এবং তোমাকে বলেন, ভয় কোরো না;
আমি তোমাকে সাহায্য করব।
14ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল,
তোমরা ভয় কোরো না,
কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,”
যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।
15“দেখো, আমি তোমাকে এক শস্য মাড়াই কল বানাব,
নতুন এবং ধারালো, যার মধ্যে অনেক দাঁত থাকবে।
তুমি পর্বতসমূহকে মাড়াই করে সেগুলি চূর্ণ করবে
এবং পাহাড়গুলিকে তুষের মতো করবে।
16তুমি তাদের ঝাড়াই করে তাদের তুলে নেবে
আর এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে।
তুমি কিন্তু সদাপ্রভুতে উল্লসিত হবে,
ইস্রায়েলের পবিত্রতমজনের উপরে মহিমা করবে।
17“দরিদ্র ও নিঃস্ব লোকেরা জলের অন্বেষণ করে,
কিন্তু কোনো জল পাওয়া যায় না;
তাদের জিভ পিপাসায় শুকিয়ে গেছে।
কিন্তু আমি সদাপ্রভু তাদের উত্তর দেব;
আমি ইস্রায়েলের ঈশ্বর, তাদের পরিত্যাগ করব না।
18আমি বৃক্ষহীন পর্বতশ্রেণীতে নদী প্রবাহিত করব,
উপত্যকাগুলিতে উৎপন্ন করব জলের ফোয়ারা।
মরুভূমিকে আমি পরিণত করব জলাশয়ে,
শুষ্ক-ভূমিতে আমি বইয়ে দেব ঝর্ণাধারা।
19আমি মরুভূমিতে স্থাপন করব সিডার ও বাবলা,
মেদি গাছ ও জলপাই গাছ।
পরিত্যক্ত স্থানে আমি রোপণ করব দেবদারু,
একইসঙ্গে ঝাউ ও চিরহরিৎ সব বৃক্ষ,
20যেন লোকেরা দেখে ও জানতে পায়,
বিবেচনা করে ও বুঝতে পারে,
যে সদাপ্রভুরই হাত এসব করেছে,
ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।
21“সদাপ্রভু বলেন,
তোমাদের মামলা উপস্থাপিত করো,”
যাকোবের রাজা বলেন,
“তোমাদের তর্কবিতর্কসকল উত্থাপন করো।
22কী সব ঘটবে, তা আমাদের কাছে বলার জন্য
তোমাদের প্রতিমাগুলিকে নিয়ে এসো।
আমাদের বলো, পূর্বের বিষয়গুলি সব কী কী,
যেন আমরা সেগুলি বিবেচনা করি
ও তাদের শেষ পরিণতি জানতে পারি।
অথবা, ভাবী ঘটনাসমূহ আমাদের কাছে ঘোষণা করো,
23আমাদের বলো, ভবিষ্যতে কী ঘটতে চলেছে,
যেন আমরা বুঝতে পারি যে তোমরাই দেবতা।
ভালো হোক বা মন্দ, তোমরা কিছু করে দেখাও,
যেন আমরা অবাক হয়ে ভীত হই।
24দেখো তোমরা কিছুরই মধ্যে গণ্য নও,
তোমাদের সমস্ত কাজ সম্পূর্ণ মূল্যহীন;
যে তোমাদের মনোনীত করে সে ঘৃণ্য।
25“আমি উত্তর দিক থেকে একজনকে উত্তেজিত করেছি, আর সে আসছে,
সূর্যোদয়ের দিক থেকে সে আমার নামে আহ্বান করে।
চুনসুরকির মতো, অথবা মাটির তাল নিয়ে কুমোরের মতো,
সে যত শাসককে দলাইমলাই করে।
26পূর্ব থেকে কে একথা বলেছে, যেন আমরা জানতে পারি,
অথবা আগেভাগে বলেছে যেন আমরা বলতে পারি,
‘তার কথা সঠিক ছিল?’
এ সম্পর্কে কেউই কিছু বলেনি,
কেউই এ বিষয়ের পূর্বঘোষণা করেনি,
তোমাদের কাছ থেকে কেউ কোনো কথা শোনেনি।
27আমিই সর্বপ্রথম সিয়োনকে বলেছি, ‘এই দেখো, ওরা এখানে!’
আমি জেরুশালেমকে সুসংবাদের এক দূত দিয়েছি।
28আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না,
পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বরদের মধ্যে কেউ ছিল না,
আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না।
29দেখো, ওরা সকলে ভ্রান্ত!
ওদের কাজগুলি সমস্তই অসার;
ওদের মূর্তিগুলি যেন বাতাস ও বিভ্রান্তিস্বরূপ।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in