YouVersion Logo
Search Icon

যিশাইয় 40

40
ঈশ্বরের প্রজাদের জন্য সান্ত্বনাবাণী
1সান্ত্বনা দাও, আমার প্রজাদের সান্ত্বনা দাও
তোমাদের ঈশ্বর বলছেন।
2কোমলভাবে জেরুশালেমের সঙ্গে কথা বলো
ও তার কাছে ঘোষণা করো যে,
তার কঠোর পরিশ্রমের সময় সম্পূর্ণ হয়েছে,
আর তার পাপের মূল্য চোকানো হয়েছে,
কারণ সে সদাপ্রভুর হাত থেকে
তার সমস্ত পাপের দ্বিগুণ শাস্তি পেয়েছে।
3একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে:
তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য
পথ প্রস্তুত করো;
তোমরা মরুপ্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য
রাজপথগুলি সরল করো।
4প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে;
এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে,
অমসৃণ স্থানগুলি সমতল হবে।
5তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে,
সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে।
কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।
6একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।”
আমি বললাম, “আমি কী ঘোষণা করব?”
“সব মানুষই ঘাসের মতো
আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।
7ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে,
কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়।
সত্যিই সব মানুষ ঘাসের মতো।
8ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে,
কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল।”
9যারা সিয়োনের কাছে সুসংবাদ বয়ে আনো,
তোমরা উঁচু পাহাড়ে উঠে যাও।
যারা জেরুশালেমের কাছে সুসংবাদ বয়ে আনো,
তোমরা জোর গলায় চিৎকার করো,
কণ্ঠস্বর উচ্চে তোলো, ভয় পেয়ো না;
যিহূদার নগরগুলিকে বলো,
“তোমাদের ঈশ্বর এখানে!”
10দেখো, সার্বভৌম সদাপ্রভু পরাক্রমের সঙ্গে আসছেন,
তাঁর বাহু তাঁর হয়ে শাসন করে।
দেখো, তাঁর দেয় পুরস্কার তাঁর কাছে আছে,
তাঁর দেয় প্রতিদান তাঁর সঙ্গেই থাকে।
11মেষপালকের মতোই তিনি তাঁর পালকে চরান:
মেষশাবকদের তিনি তাঁর কোলে একত্র করেন
ও তাঁর বুকের কাছে তিনি তাদের বহন করেন;
যাদের ছোটো বাচ্চা আছে, তাদের তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান।
12কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে,
কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে?
কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো,
কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল
এবং তরাজুতে যত পাহাড়?
13সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে,
কিংবা মন্ত্রণাদাতা হয়ে তাঁকে পরামর্শ দিয়েছে?
14উপদেশ গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন
এবং কে তাঁকে সঠিক পথের দিশা দিয়েছে?
কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে
কিংবা দেখিয়েছে বিচারবুদ্ধির পথ?
15জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো;
তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই;
তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ।
16বেদির আগুনের জন্য লেবাননের সব কাঠ,
কিংবা হোমবলির জন্য তার পশুসকল পর্যাপ্ত নয়।
17তাঁর সামনে সব জাতি কোনো কিছুর মধ্যেই গণ্য নয়;
তিনি তাদের নিকৃষ্ট এবং
সবকিছু থেকে অসার মনে করেন।
18তাহলে, তোমরা কার সঙ্গে ঈশ্বরের তুলনা করবে?
কোন মূর্তির সঙ্গে তাঁর তুলনা দেবে?
19কোনো মূর্তির তৈরির সময়, শিল্পকর তা ছাঁচে ঢালে,
স্বর্ণকার তার উপরে সোনার প্রলেপ দেয়
এবং রুপোর শৃঙ্খল দিয়ে তাকে সুশোভিত করে।
20যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না,
সে এমন কাঠ বেছে নেয়, যা সহজে পচে যায় না;
সে, টলবে না এমন এক প্রতিমার জন্য,
এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে।
21তোমরা কি একথা জানো না?
তোমরা কি তা কখনও শোনোনি?
প্রথম থেকেই কি একথা তোমাদের বলা হয়নি?
পৃথিবীর গোড়াপত্তন থেকে তোমরা কি তা বুঝতে পারোনি?
22তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবেশন করেন,
এর অধিবাসীরা সকলে ফড়িংয়ের মতো।
তিনি চন্দ্রাতপের মতো আকাশমণ্ডলকে প্রসারিত করেন,
বসবাসের জন্য সেগুলিকে তাঁবুর মতো খাটিয়ে দেন।
23তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন
এবং জগতের শাসকদের শূন্য করেন।
24তাদের রোপণ করা মাত্র
এবং যেই তাদের বপন করা হয়,
যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে,
তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়,
ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়।
25“তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?
কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।
26তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:
এগুলি কে সৃষ্টি করেছে?
তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন
এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে
তাদের একটিও হারিয়ে যায় না।
27ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?
ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,
“আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;
আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”
28তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
29তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in